TOTOWALLA

শান্তিনিকেতনে পর্যটকদের জন্য ‘টোটোওয়ালা’ অ্যাপের ভাবনা

রাজ্য জেলা

শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য চালু হচ্ছে টোটোর অ্যাপ ‘টোটোওয়ালা’।

পৌষমেলার আগেই বোলপুর-শান্তিনিকেতনে দিনের আলো দেখতে চলেছে ‘টোটোওয়ালা’! কলকাতা বা বড় শহরের রাস্তায় চলা ‘ওলা’, ‘উবের’র মতো অ্যাপ ক্যাবের সাথে পরিচিত নন, এমন মানুষ পাওয়া এখন দুষ্কর। কিন্তু অ্যাপের মাধ্যমে ‘টোটো’র বুকিং, শুনলে খানিকটা থমকে যেতেই হবে। তবে হ্যাঁ, সেই ভাবনায় এবার বাস্তবায়িত হচ্ছে বোলপুর-শান্তিনিকেতনে। বিশেষত পর্যটকদের জন্য এই সুবিধা পৌছে দেওয়ার ভাবান বেরিয়ে এসেছে বিশ্বভারতীর প্রাক্তনীদের মাথা থেকে।
কেন এই ভাবনা ? শান্তিনিকেতন বেড়াতে এসে টোটোচালকদের লাগামছাড়া ভাড়ার খপ্পড়ে পড়ে অসন্তুষ্ট হওয়া পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারিভাবে ভাড়া নির্দিষ্ট না করার জন্য ভাড়া নিয়ে টোটোচালক-পর্যটক বচসা নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি পর্যটকদের আধিক্য বাড়ার দরুন সময়ে টোটো পাওয়াও অনিশ্চিত হয়ে পড়ে। অথচ শান্তিনিকেতন-বোলপুর জুড়ে ঘিরে থাকা ২৩-২৪টি পর্যটনস্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া অন্য কোনো সুলভ ব্যবস্থা আর কিছু নেই। সেই কারণেই এই ‘টোটোওয়ালা’ (TOTOWALLA) অ্যাপের ভাবনা।
ভাবনার অন্যতম কারিগর বিশ্বভারতীর প্রাক্তনী শুভনাথ, রিনি চক্রবর্তীদের কথায়, ‘‘পর্যটকদের নির্ঝঞ্জাট, স্বচ্ছ, নিশ্চিন্তমনে ঘোরাফেরার সুযোগ করে দিতেই এই ভাবনা। কারণ এখন টোটো ভাড়া করা নিয়ে পর্যটকদের চরম ঝঞ্জাটের সন্মুখিন হতে হচ্ছে নিত্যদিন। তাই পর্যটকরা যাতে নিশ্চিন্তে শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন তারজন্য এই অ্যাপের মাধ্যমে টোটো বুকিং ব্যবস্থা করার পরিকল্পনা মাথায় এসেছে।’’ উদ্যোক্তারা জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে পুরো পর্যটন প্যাকেজের জন্য টোটো নিতে পারবেন দর্শনার্থীরা কিংবা কেউ চাইলে বেছে বেছে পর্যটনস্থল ঘোরার জন্যও টোটো বুক করতে পারবেন। শুধু তাইই নয়,কোনও নির্দিষ্ট দিন বা সময়ের জন্যও অগ্রিম টোটো বুকিং করার সুবিধাও থাকছে এই অ্যাপে। শুভনাথ আরও জানিয়েছেন, ‘‘এরফলে ভাড়ার মধ্যে যেমন সাচ্ছ্যন্দ, স্বচ্ছতা আসবে তেমনই নিরাপত্তার বিষয়টিও অনেক সুনিশ্চিত হবে।’’ তবে বোলপুর বা শান্তিনিকেতনে এ পাড়া থেকে ও পাড়া বা বাড়ি থেকে স্টেশন, বাসস্ট্যান্ড যাওয়ার জন্য অবশ্য এই অ্যাপের বহি:প্রকাশ ঘটানো হয় নি বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন উদ্যোক্তরা। ইতিমধ্যেই একশো জনের মত টোটো চালক জুড়ে গিয়েছেন এই অ্যাপে।
ক্যাপশন: শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য চালু হচ্ছে টোটোর অ্যাপ ‘টোটোওয়ালা’।

Comments :0

Login to leave a comment