Mohammedan vs Kerala

ফের হার মহামেডানের

খেলা

আইএসএলে ফের হার সাদা কালো ব্রিগেডের। রবিবার কোচিতে কেরালা ব্ল্যাস্টার্সের কাছে ৩ -০ গোলে হার মহামেডানের। ম্যাচের ৬২ মিনিটে গোলরক্ষক ভাস্কর রায়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেরালা। ৮০ মিনিটে দ্বিতীয় গোল নোয়ার। ৯০ মিনিটে আলসান্দ্রে কোয়েফের শেষ গোলে জয় নিশ্চিত করে কেরালা । 

এই হারের ফলে ১২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শেষেই রইল মহামেডান। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এল মঞ্জাপ্পারা।

Comments :0

Login to leave a comment