Mohun Bagan

ম্যাকলারেনের গোলে এগিয়ে মোহনবাগান

খেলা

প্রথমার্ধের শেষে ১ -০ গোলে এগিয়ে মোহনবাগান। গোল করেছেন। জেমি ম্যাকলারেন। ম্যাচের ৩২ মিনিটে আশীষ রাইয়ের শট গোলরক্ষক সেভ করলেও ফিরতি বলে গোল করেন জেমি ম্যাকলারেন। এই নিয়ে সবুজ মেরুন জার্সিতে এই নিয়ে মোট ৪ টি গোল করে ফেললেন জেমি।

Comments :0

Login to leave a comment