ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ শনিবার। তার আগে, শুক্রবার, মোহনবাগান কোচ মলিনা জানালেন ম্যাচ জয়ের লক্ষ্যেই নামছে দল।
শুক্রবার ক্লাব তাঁবুতে প্রেস কনফারেন্সে মলিনা বলেন, ’’কালকের ম্যাচে সেরা একাদশই খেলবে। চোট আঘাতের সমস্যা নেই। ম্যাচ জিতে পুরো ৩ পয়েন্ট পেতে চাই।’’
ফিটনেস প্রসঙ্গে তিনি জানান যে পুরো দলই ফিট। তবে সবাই নিজের সেরা ফর্মে নেই। মলিনা বলেন, ‘‘আমরা কালকের ম্যাচেও অ্যাটাকিংই খেলতে চাই। কালকের ম্যাচে ফোকাস করতে চাই, অতীতের ম্যাচ নিয়ে ভাবতে চাই না।’’ তিনি বলেন, ‘‘আশিক ফিরে আসায় আমাদের শক্তি যথেষ্ট বেড়েছে।’’
ইস্টবেঙ্গল কোচ অস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অস্কারকে আমি চিনি, কিন্তু ওঁর সঙ্গে আমার কোনো কথা হয়নি।’’ স্ট্রাইকারদের গোল চান মলিনা। তবে বলেছেন, যে কেউ-ই গোল পান, ম্যাচটা জিততে মরিয়া দল।
অধিনায়ক শুভাশিষ বলেন, ‘‘পিছিয়ে যে দল থাকবে, সেই দলই ভয়ঙ্কর হবে। কালকের ম্যাচে আমরা ভয়ঙ্কর হতে চাই।’’ বিপক্ষ ইস্টবেঙ্গলে আনোয়ার ও হেক্টর থাকলেও আলাদা করে চাপ নেই। ডার্বিতে নিজেদের জয়ের রেকর্ড ধরে রাখতে চান শুভাশিস।
MOHUNBAGAN MOLINA
সেরা একাদশই নামাবে মোহন বাগান, ডার্বির আগে জানালেন মলিনা
×
Comments :0