চেন্নাইন এফসিকে হারিয়ে শীর্ষে যাওয়ার লক্ষ্যে শনিবার নামবে সবুজ মেরুন। ম্যাচ সম্পর্কে সাংবাদিকদের মলিনা জানান, “ওদের দল খুবই ভালো , কালকের ম্যাচ খুবই কঠিন হবে আমি আশা করছি|” মোহনবাগান দলে খেলোয়ারদের এত বেশি অপশন থাকায় কাজ সহজ হয়ে যাচ্ছে মলিনার জন্যও। এছাড়াও গোল পাচ্ছেন একাধিক খেলোয়াড়রা। এই প্রসঙ্গে মলিনা বলেন, “আমাদের দলে যেমন লিস্টন , মানবীর , ম্যাকলারেনরা গোল করছে তেমনই শুভাশীষ, টম ও দীপেন্দুরাও গোল করছে , কার্ড সমস্যায় যদি কিছু খেলোয়াড় খেলতে না পারলেও আমি চিন্তিত নই |” গ্রেগ স্টুয়ার্ট চোট সারিয়ে ফিট হচ্ছেন। তবে শুক্রবারের অনুশীলনে তার দেখা মেলেনি। শনিবার তার খেলার ব্যাপারে ধোঁয়াশা রাখলেন মলিনা। তাদের সাথে বেঙ্গালুরুর একটা রেষারেষি চলছে শীর্ষে ওঠা নিয়ে। তবে মলিনা জানান, “কালকের ম্যাচ জিতলে আমরা শীর্ষে চলে যাব। কিন্তু এই মুহূর্তে আমি বেঙ্গালুরুকে নিয়ে নয় শুধুই চেন্নাইনকে নিয়েই ভাবছি।” দলে প্রত্যেকটা ফুটবলারদের মধ্যেই একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে এই ব্যাপারে অনিরুদ্ধ থাপা বলেন, “আমি এখন অনেক বেটার ফিল করছি, কালকের ম্যাচের জন্য আমি তৈরি , প্রথম এগারোয় জায়গা করে নেওয়ার জন্য সকলের সাথে সকলের সাথে একটা সুস্থ প্রতিযোগিতা চলে।” শনিবারের ম্যাচ জিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় গোষ্ঠ পাল সরণীর ক্লাব। গ্রেগ খেলতে না পারলে সেই জায়গায় শনিবার শুরু করবেন দিমি পেট্রাটস।
MOHUN BAGAN
একাধিক গোলাস্কোরারদের নিয়েই শনিবার বাজিমাত করতে চান মলিনা
×
Comments :0