Mohun Bagan

শীর্ষস্থান থিতু করতে কেরালা জয় চান মলিনা

খেলা

শনিবার পরিষ্কার ৩ পয়েন্টের লক্ষ্যেই মাঠ ভরাবেন সমর্থকরা। উন্মাদনা এতটাই চরমে রয়েছে যে মাত্র ২ ঘণ্টার মধ্যেই স্টেডিয়ামের একাংশের দর্শকাসনের টিকিট নিঃশেষ হয়ে গেছে । তবে দুশ্চিন্তার জায়গাও রয়েছে সমর্থক ও মলিনার কপালে। শনিবার যদি গ্রেগ স্টুয়ার্ট শুরু করতে না পারেন তবে তার জায়গায় খেলবেন দিমি। অনুশীলনে পুরোনো চোটের জায়গায় ফের ব্যথা অনুভব করেছেন গ্রেগ । তবে স্বস্তির জায়গা এটাই যে লেফট ফুলব্যাক ও স্টপারে ফিরতে পারেন শুভাশীষ ও আলবার্তো । গত ম্যাচে দুই উইং মানভির ও লিস্টন দুর্দান্ত দুটি গোল করেছিলেন। তবে বল না পেয়ে গোল করতে পারেননি ম্যাকলারেন। তাই শনিবারের ম্যাচে গোলে ফিরতে চান তিনি । অন্যদিকে নোয়ার মতো স্ট্রাইকার থাকায় বেশ সাবধানেই রক্ষণ সামলাতে হবে আলবার্তো ও টমকে । প্রত্যেকদিনই নিজের ওয়ার্ক রেট ও দক্ষতার মাধ্যমে জাত চেনাচ্ছেন আপুইয়া। তিনি দলের একটি বড় সম্পদ। বিপক্ষ দলে প্রাক্তন মোহনবাগানি প্রীতম রয়েছেন। কলকাতায় পুরোনো দলের বিরুদ্ধে খেলতে তিনিও মুখিয়ে রয়েছেন । শনিবার জিতলেই ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকবে মোহনবাগান।

একনজরে দেখে নেওয়া যাক মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল, শুভাশিষ, আলবার্তো, আশীষ, থাপা, আপুইয়া, লিস্টন, মানভির, দিমিত্রি পেট্রাটস ও জেমি ম্যাকলারেন।

Comments :0

Login to leave a comment