NATUNPATA | GK — SAFIUR RAHAMAN VASA SAHID | TAPAN KUMAR BIRAGAYA — 1 MARCH 2024

নতুনপাতা | জানা অজানা | বাঙালির গর্ব ভাষাশহীদ শফিউর রহমান — তপন কুমার বৈরাগ্য | ১ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  SAFIUR RAHAMAN VASA SAHID  TAPAN KUMAR BIRAGAYA  1 MARCH 2024

নতুনপাতা | জানা অজানা

বাঙালির গর্ব ভাষাশহীদ শফিউর রহমান
তপন কুমার বৈরাগ্য

বাঙালির কেন ,সারা ভারতবাসীর গর্ব ভাষাশহীদ শফিউর রহমান। কারণ তাঁর জন্ম পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরের নিকটস্থ কোন্নগরে। ১৯১৮খ্রিস্টাব্দের ২৪শে জানুয়ারী তিনি এখানে
জন্মগ্রহণ করেন । বাবার নাম মাহবুবুর রহমান, মায়ের নাম কানেতাতুন্নেসা। বাবা মায়ের বড় আদরের ছেলে ছিলো শফিউর।স্থানীয় বিদ্যালয়েই লেখাপড়া। তারপর কলকাতার গভর্ণমেন্ট কলেজ
থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে তাঁর বাবা তাঁর বন্ধুর কন্যা আকিলা খাতুনের সাথে বিয়ে দেন। তখন তাঁর বয়েস ২৭বছর।


১৯৪৭সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু এই স্বাধীনতা আমাদের বুকে একটা ক্ষত রেখে যায়। দেশ বিভাগ। দেশবিভাগের পরে সকলে  ১৯৪৮ সালে ঢাকায় চলে আসেন। সঙ্গে ছিলো দেড় বছরের কন্যা। নাম তাঁর শাহনাজ।ঢাকার রঘুনাথ লেনে তাঁরা বসবাস করতে আরম্ভ করেন। এই সময় ঢাকা হাইকোর্টে তিনি কেরাণীর চাকরী পান। ১৯৫২সালের ২১ ফেব্রুয়ারী বাংলাভাষার জন্য তিনজন ভাষাশহীদ হয়েছেন এবং একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা ভাষাশহীদ হয়েছেন তারা হলেন রফিকউদ্দিন আহমেদ,আবদুল জব্বার,আবদুল বরকত। যিনি হাসপাতালে মৃত্যুর সাথে
পাঞ্জা লড়ছিলেন, তিনি হলেন আবদুস সামাদ। এই ঘটনার জন্য ২২শে ফেব্রুয়ারী আন্দোলনকারীরা
ক্ষোভে ফুঁসছিলেন । তাঁরা ২২শে ফেব্রুয়ারী বিক্ষোভে সামিল হলেন। তখন সকাল দশটা বাজে। শফিউর তখন সাইকেল করে অফিসে যাচ্ছিলেন। তিনি তাঁদের পাশে এসে দাঁড়ালেন। তিনিও তাঁদের সাথে সুর মিলিয়ে বললেন--আমরা বাঙালি,আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই। সঙ্গে সঙ্গে পুলিশের রাইফেলের একটা গুলি তাঁর গলার এফোঁড় ওফোঁড় হয়ে বেড়িয়ে গেলো। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভাষা আন্দোলনকারীরা তাঁকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করেন। সন্ধ্যা ৬টার
সময় তাঁর মৃত্যু ঘটে। তিনি হলেন চতুর্থ ভাষাশহীদ। আজিমপুর কবরস্থানে তাঁকে কবরস্থ করা হয়।
মাত্র চৌত্রিশ বছর বয়েসে তাঁকে আমরা হারাই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০০খ্রিস্টাব্দে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক (মরণোত্তর) দিয়ে সম্মানিত করেন। 


 

Comments :0

Login to leave a comment