NATUNPATA | MONDA MITHI — NATUN BANDHU | SOUMAYADIP JANA — 17 FEBRUARY 2024

নতুনপাতা | মণ্ডা মিঠাই | — প্রকৃতির কবি জীবনানন্দ দাশ — সৌম্যদীপ জানা | নতুন বন্ধু | ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  MONDA MITHI  NATUN BANDHU   SOUMAYADIP JANA  17 FEBRUARY 2024

নতুনপাতা | মণ্ডা মিঠাই

প্রকৃতির কবি জীবনানন্দ দাশ 
সৌম্যদীপ জানা

নতুন বন্ধু
 

প্রকৃতির কবি কাকে বলে? এই প্রশ্নের উত্তর হল যে সকল কবিরা সারা জীবন মূলত প্রাকৃতিক বিষয়বস্তুর উপর কবিতা লিখেছেন তাঁদেরকেই বলা হয় প্রকৃতির কবি। কবিদের সংখ্যা বিশ্ব সাহিত্যে এদের সংখ্যা নিতান্তই কম। বাংলা সাহিত্যে আধুনিক কবিদের মধ্যে কবি জীবনানন্দ দাশকে  প্রকৃতির কবি বলা চলে। তাঁর কবিতাগুলিতে প্রকাশ পেয়েছে নিজের জন্মভূমি অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্রের পরিচয়।  তিনি এই বাংলার প্রকৃতির প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদানকে
 

অতি সুন্দর করে তার কবিতাগুলির মধ্য দিয়ে বিশাল তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। আপাতদৃষ্টিতে যে বস্তুগুলিকে আমরা অতিরিক্ত নগণ্য মনে করি তার মধ্যে যে কত অসাধারণ সৌন্দর্য আছে তাকেই কবিতার অসাধারণ পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গির সাহায্যে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। জীবনানন্দ দাশের কবিতার মধ্যে অসাধারণ সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তার কবিতায় বাংলার প্রাকৃতিক বৈচিত্র্য যেন সৌন্দর্যের পাখা মেলে ধরে। তার কবিতায় লক্ষ্য করা যায় বাংলায় কার্তিক মাসের শান্ত সুন্দর প্রকৃতি‌, জ্যোৎস্না, চিল -শালিক ইত্যাদি দেশীয় পাখি, ধানসিঁড়ির মত নদী, লজ্জাবতীর লতা, দখিনা বাতাস ইত্যাদি। সর্বোপরি তার কবিতাগুলির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে বাংলার প্রাকৃতিক রূপ। তাই তিনি বলেছেন
“বাংলার রূপ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না"
তাঁর কবিতাগুলির মধ্য দিয়ে লক্ষ্য করা গেছে আসল রূপসী বাংলা। আর সেই কারণেই তিনি রূপসী বাংলার মরমী চিত্রকর। কবিতা আসলে তাঁর কাছে এক বিস্ময়কর ক্যানভাস। তাঁর রং এই বাংলার জল, মাটি , ফুল আর ফল।

অষ্টম শ্রেণী
কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ, 
ডাঙ্গাপাড়া, রহড়া, 
উত্তর ২৪ পরগনা

৮৬৯৭১৬৯৪৭০

Comments :0

Login to leave a comment