NATUNPATA : POETRY : THANDIR NAKCHABI : JOYNAL ABEDIN : 16 SEPTEMBER 2024, MONDAY

নতুনপাতা : কবিতা : ঠানদির নাকছাবি : ভবানীশংকর চক্রবর্তী : ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

ছোটদের বিভাগ

NATUNPATA  POETRY  THANDIR NAKCHABI  JOYNAL ABEDIN  16 SEPTEMBER 2024 MONDAY

নতুনপাতা : কবিতা

ঠানদির নাকছাবি 
ভবানীশংকর চক্রবর্তী

চান করে ঠানদি বুকজলে দাঁড়িয়ে
অচানক নাকছাবি গেল জলে হারিয়ে
দাদু শুনে রেগে বলে 'তুমি বড়ো মুখ্যু'
তাই শুনে ঠানদির লাগে খুব দুঃখু
সকালে দুপুরে কিংবা রাত্রির ভোজে
নাকছাবি পরা সেই ঠানদিকে খোঁজে
পাখা নিয়ে ঠানদি করে মৃদু  হাওয়া
আয়েসে সারেন দাদু বহুপদী খাওয়া
আজ দাদু বসে এসে দুপুরের ভোজনে 
ঠানদির দেখা নেই পাখা হাতে ব্যজনে
আধপেট  খায়  দাদু তিরিক্ষি মেজাজে
একদম খুশি নন গৃহিনীর এ কাজে
তড়িঘড়ি খুলে বড়  সিন্দুকের চাবি 
টাকা নিয়ে এনে দিল ঠানদির নাকছাবি 

Comments :0

Login to leave a comment