NATUNPATA | QUZEE — AML KAR — 1 FEBRUARY 2024 | ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর | ৮ ফেব্রুয়ারি ২০২৪ | সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE   AML KAR  1 FEBRUARY 2024  ANS

নতুনপাতা | বলতে পারো

অমল কর  

৮ ফেব্রুয়ারি ২০২৪ | সমাধান

জিজ্ঞাসা

১) ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিষাণ সিং বেদী-র খেলার সংক্ষিপ্ত পরিসংখ্যান দাও।
২) টি -২০ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?
৩) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একমাত্র রাজনৈতিক নাটক
"রক্তকরবী" নাটকে মোট কতবার পরিবর্তন করেন?
শিরোনাম বদল করেন কতবার?
৪) বিশ্বের প্রথম উপন্যাস কোথায় কোন্ লেখকের কি নামে রচিত?
৫) আমেরিকার সংসদ কোন্ নামে পরিচিত?
৬)ভারতে বকেয়া মামলা কতগুলো? সুপ্রিমকোর্টে
বকেয়া কত?

সমাধান

১) ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিষাণ সিং বেদী ৬৭টি টেস্টে ২৬৬ উইকেট নেন।১৪ বার ৫ উইকেট, একম্যাচে ১০ উইকেট ।১০ টি ওডিআই ম্যাচ। ১৯৭৫ সালে প্রথমবার ভারত জেতে।ইস্ট আফ্রিকার বিপক্ষে ১২ ওভার (তখন ১২ ওভার,৬০ ওভারের ওডিআই) ৮ মেডেন ৬ রান ১ উইকেট সেরা বোলিং।
২) ভারতের রোহিত শর্মা টি-২০ ক্রিকেটে মোট ৫টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেন।
৩) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একমাত্র রাজনৈতিক নাটক "রক্তকরবী" নাটকে মোট ১১ বার পরিবর্তন করেন।নাটকের শিরোনাম বদল করেন তিনবার _ যক্ষপুরী,নন্দিনী ও রক্তকরবী।
৪) ফ্রান্সে ষোড়শ শতাব্দীতে ফ্রাঁসোয়া রেবলে-র "গরগঁতুয়া এ পঁতগ্ৰুয়ে" বিশ্বের প্রথম উপন্যাস।
৫) আমেরিকার সংসদ-এর নাম "কংগ্রেস"।
৬) ভারতে বকেয়া মামলা মোট ৫ কোটি ৮ লক্ষ ৮৫ হাজার ৮৫৬ টি। শুধু সুপ্রিমকোর্টে ৮০ হাজার মামলা বকেয়া।

Comments :0

Login to leave a comment