NATUNPATA | QUZEE — AML KAR — 15 FEBRUARY 2024 ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর | ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE   AML KAR  15 FEBRUARY 2024 ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

১৪ ফেব্রুয়ারি ২০২৪ | সমাধান

জিজ্ঞাসা

১) সেরা সন্দেশে ভবানীপ্রসাদ মজুমদারের কোন কবিতা নির্বাচিত?
২) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান কোন্ দলের?
৩)আর্কিপেলাগো বলতে কি বোঝো?বিশ্বের বৃহত্তম আর্কিপেলাগো কোনটি?
৪) বিশ্বের বৃহত্তম শিকারি মাছ কোনটি?
৫) মাইকেল মধুসূদন দত্ত তাঁর বীরাঙ্গনা কাব্য কাকে উৎসর্গ করেন?
৬) ডিএনএ, জিন ও কোশ সম্বন্ধে কি জানো?

সমাধান

১)টিকটিকি
২) অষ্ট্রেলিয়া ২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে নয়া দিল্লিতে সর্বোচ্চ ৫ উইকেটে ৪২৮ রান করেন।
৩)আর্কিপেলাগো বলতে অনেক দ্বীপপুঞ্জের সমষ্টি বোঝায়।১৭,৫০৮টি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম আর্কিপেলাগো।
৪) বিশ্বের বৃহত্তম শিকারি মাছ হোয়াইট শার্ক, যার ওজন ১ টন ,লম্বা ৬ সেন্টিমিটার,৫০ টির বেশি দাঁত।
৫)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর 'বীরাঙ্গনা' কাব্যগ্ৰন্থ
উৎসর্গ করেন।
৬) ডিএনএ-র বিশেষ অংশ হল জিন। মানুষের দেহের এক-একটা কোশে থাকে ৩০ হাজারের বেশি জিন।

Comments :0

Login to leave a comment