NATUNPATA | QUZEE — AML KAR | 28 MARCH 2024 ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর — ২৮ মার্চ ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE  AML KAR  28 MARCH 2024 ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

২৮ মার্চ ২০২৪ সমাধান

জিজ্ঞাসা
১) ভারতীয় বোলার জশপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে মোট কতবার ৫ উইকেট পান?
২) আয়ার্ল্যান্ড মোট কয়টি টেস্ট ক্রিকেট জয়ী?
৩)বিশ্বে যে সমস্ত জলে ডুবে থাকা গুহা আবিষ্কৃত হয়েছে তারমধ্যে দীর্ঘতম কোনটি?
৪) ভারতের কোথায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম ড. বি আর আম্বেদকর -এর নামাঙ্কিত "স্ট্যাচু অব সোস্যাল জাস্টিস" ?
৫) বিশ্বের বিশালকায় ডাইনোসর কোনটি?
৬) "স্পা অব সাউথ ইন্ডিয়া" কোন্ শৈলশহরকে বলে?

সমাধান
১) ভারতীয় বোলার জশপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে মোট  ১০ বার ৫ উইকেট পান?
২) ২০১৮ সাল থেকে টেস্ট ম্যাচ খেলে আয়ার্ল্যান্ড ২০২৪ সালে আফগানিস্থানের বিরুদ্ধে একটামাত্র টেস্ট ম্যাচ জয়ী।
৩)বিশ্বে যে সমস্ত জলে ডুবে থাকা গুহা আবিষ্কৃত হয়েছে ,তারমধ্যে মেক্সিকোর অক্স বেল হা কেভ সিস্টেম দীর্ঘতম। ৩৩.৫ মিঃ: গভীরে ১৬.৫ কিঃমিঃ লম্বা অংশ জরিপ করা গেছে।
৪) ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওড়ার স্বরাজ ময়দানে ২০৬ ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে লম্বা ড.বি আর আম্বেদকর -এর "স্ট্যাচু অব সোশ্যাল জাসটিস" অবস্থিত।
৫) ৫০ মিঃ দৈর্ঘ্য ৫০-৮০ টন ওজনের "সিসমোসর"  বিশ্বের বৃহত্তম ডাইনোসর।
৬)কেরল/তামিলনাড়ু সীমান্তের কাছে খনিজ পদার্থে সমৃদ্ধ ৯টি মনোরম জলপ্রপাতে ভরা কুট্টারালাম বা কোর্টালাম শৈলশহরকে বলে "স্পা অব সাউথ ইন্ডিয়া"।

Comments :0

Login to leave a comment