NATUNPATA | QUZEE — AML KAR — 29 FEBRUARY 2024 | ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE   AML KAR  29 FEBRUARY 2024  ANS

নতুনপাতা | বলতে পারো

অমল কর
২৯ ফেব্রুয়ারি ২০২৪ | সমাধান

জিজ্ঞাসা

১) ভারতের কোন্ ক্রিকেটার সবচেয়ে কম বয়সে টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করেন?
২) শ্রীলঙ্কার কোন্ ক্রিকেটার আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান করেন?
৩)লস অ্যাঞ্জেলসে কোন্ প্রথম ভারতীয় সংগীতশিল্পী 'গ্ৰামি অ্যাওয়ার্ড' বিজয়ী?
৪) কে ছিলেন দাদাসাহেব ফালকে?কেন তিনি প্রসিদ্ধ?
৫) জাপানের সংসদের কি নাম?
৬) সর্বোচ্চ উচ্চতায় বিশ্বের কোন্ মূর্তি অবস্থিত?

 

সমাধান

১) ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে ,মাত্র ২১ বছর বয়সে,টেস্টে ডবল সেঞ্চুরি করেন বিনোদ কাম্বলি।
২) আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ক্রিকেটার নিশাঙ্কা ১৩৬ বলে ২১০ অপরাজিত রান করে
দেশের হয়ে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করেন।
৩)১৯৬৮ সালে ভারতের বিখ্যাত সেতার বাদক রবিশঙ্কর প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে লস অ্যাঞ্জেলসে 'গ্ৰামি  অ্যাওয়ার্ড' লাভ করেন।
৪) দাদাসাহেব ফালকের পুরো নাম ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে(৩০/০৪/১৮৭০_১৬/০২/১৯৪৪)।তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের জনক। প্রযোজক -পরিচালক  ফালকে ৯৫টা পূর্ণদৈর্ঘ্যৈর এবং ২৭ টা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা। ১৯১৩ সালে তাঁর নির্মিত রাজা হরিশ্চন্দ্র প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমা।১৯৬৯ সাল থেকে ভারত সরকার তাঁর নামেই চলচ্চিত্রে জাতীয় পুরস্কার চালু করে।
৫) জাপানের সংসদের নাম '"ডায়েট"।
৬) ভারতের গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় (৭৯০ ফুট উঁচু) অবস্থিত মূর্তি।

 


 

Comments :0

Login to leave a comment