NATUNPATA | QUZEE — AML KAR — 4 APRIL 2024 | ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর | ৪ এপ্রিল ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE   AML KAR  4 APRIL 2024  ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

৪ এপ্রিল ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরে ৭ নম্বর বা তার পরে ব্যাট করতে নেমে উভয় ইনিংসে কে রেকর্ড শতরান করেন?
২) কোন্ বাঙালি মহিলা সাঁতারু সপ্তসিন্ধু পাড়ি দেবার শপথে এখন পর্যন্ত কয়েকটি স্বপ্ন পূরণ করেছেন?
৩) সত্যজিৎ রায়-এর পর কোন্
বাঙালি অস্কার পুরস্কার লাভ করেন?
৪) বর্তমানে ভারতের মধ্যে কোন্ হাইকোর্টে সবচেয়ে বেশি বিচারক ও সবচেয়ে কম বিচারক আছেন ? 
৫) বিশ্বের ক্ষুদ্রতম বীজ কোন্ গাছের?
৬) বিশ্বের প্রথম হিরে (ডায়মন্ড)
উৎপাদক দেশ কোনটি?

সমাধান

১) টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৭ নম্বর বা তার পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে ২০২৪ সালে উভয় ইনিংসে শতরান করে বিশ্বরেকর্ড গড়েন(১০২ রান ও ১৬৪ রান)।
২)বাঙালি ললনা সায়নী দাস সপ্তসিন্ধু পাড়ি দেবার শপথে এখন পর্যন্ত পার হয়েছেন ইংলিশ চ্যানেল (২০১৭), অষ্ট্রিলিয়ার রটনেস্ট (২০১৮), আমেরিকার ক্যাটেলিনা চ্যানেল (২০১৯), ৪৪কিমি দীর্ঘ হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল (২০২২) এবং ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক প্রণালী২৩ কিঃমিঃ থেকে ১৪৫ কিঃমিঃ প্রশস্ত।
৩) সত্যজিৎ রায় -এর পর দ্বিতীয় বাঙালি হিসেবে ৯৫ তম একাডেমি  অ্যাওয়ার্ড অস্কার পুরস্কার পেলেন সঞ্চিতা দাস মল্লিক তামিলনাড়ুর মধুমালাই জাতীয় অভয়ারণ্যের এক অনাথ হস্তিশাবককে নিয়ে নির্মিত ডক্যুমেন্টারি ফিলম "দ্য এলিফ্যান্ট হুইসপারার্স"-এর
সম্পাদনা করে।
৪) বর্তমানে ভারতের মধ্যে এলাহাবাদ হাইকোর্ট সর্বাধিক বিচারক ,মোট ১৬০ জন, এবং সিকিম হাইকোর্টে সবচেয়ে কম বিচারক, মাত্র ৩ জন বিচারক আছেন।
৫) অর্কিডের বীজ বিশ্বের ক্ষুদ্রতম বীজ। ৯৯.২ কোটি অর্কিডের বীজের ওজন মাত্র ১ গ্ৰাম।
৬)ভারত বিশ্বের প্রথম হিরে (diamond) উৎপাদক দেশ।

Comments :0

Login to leave a comment