গত ২৭ সেপ্টেম্বর বেইরুতে হেজবোল্লাহর সদর দপ্তরে বিমান হামলার পর গোপন বাঙ্কারে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ইজরায়েলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
ইজরায়েলের চ্যানেল ১২ তাদের প্রতিবেদনে বলেছে, বিমান হামলার ফলে নাসরুল্লাহর বাঙ্কার ধসে পড়ে, যার ফলে ৬৪ বছর বয়সী নাসরুল্লাহ ‘যন্ত্রণায় মারা যান’।
প্রতিবেদনে আরও বলা হয়, ৮০ টন বাঙ্কার-বাস্টার বোমা ফেলা হলে বিস্ফোরণের কারণে বাঙ্কারের ভেতরে নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে।
হামলাস্থল থেকে যখন হেজবোল্লাহ প্রধানের মৃতদেহ উদ্ধার করা হয়, তখন তার মরদেহ অক্ষত ছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার কয়েকদিন পর সর্বশেষ এই ঘটনা ঘটল।
নাসরুল্লাহর মৃত্যুর কারণ সম্পর্কে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনো কোনো মন্তব্য করেনি এবং প্রাথমিকভাবে তারা অস্বীকার করেছিল তাঁর মৃত্যুর খবর।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নাসরুল্লাহর মৃত্যু ইজরায়েল ও হেজবোল্লাহর মধ্যে সীমান্তপাড়ের শত্রুতা আরও তীব্র করেছে।
গত মাসে লেবাননে হেজবোল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে প্রায় ৪০ জন নিহত ও তিন হাজারের বেশি আহত হয়।
Israel Hezbollah clash
শ্বাসরুদ্ধকর অবস্থায় মৃত্যু হয় নাসরুল্লাহর
×
Comments :0