ধস বিপর্যয় কাটিয়ে অবশেষে খুলে গেলো বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। পূর্ত দপ্তরের ন্যাশনাল হাইওয়ে ডিভিশন ছাড়পত্র দেওয়ায় যান চলাচলের অনুমতি মিলেছে। তবে ১০নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হলেও জাতীয় সড়ক ধরে যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বুধবার থেকে ১০নম্বর জাতীয় সড়কে ছোট গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবারই কালিম্পঙের জেলা শাসক বালাসুব্রক্ষ্মণিয়ান টি একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন।
১০ নম্বর জাতীয় সড়কের চিত্রে থেকে শ্বেতিঝোরা পর্যন্ত বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১২নম্বর রাজ্য সড়কের রবিঝোরা থেকে তিস্তাবাজার পর্যন্ত রাস্তায় একাধিক জায়গায় ফাটল থাকায় এই রাস্তাতেও বড় যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ছোট গাড়ি চলাচলের ক্ষেত্রে সময় সীমা বেধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছোট গাড়িগুলি চলাচল করতে পারবে। সেলফিদারা, বিরিকদারা, ২৭ মাইল, লিকুভির এবং আন্ধেরিতে একমুখী গাড়ি চলাচল করতে পারবে। এছাড়া পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস যথারীতি সেবক, গরুবাথান, লাভা, আলগাড়া, পেডং হয়ে যাতায়াত করবে।
Sikkim
যান চলাচল শুরু ১০ নম্বর জাতীয় সড়কে
×
Comments :0