Paralympics

সিমরান নবদ্বীপের দৌলতে প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আরো দুটি পদক

খেলা

রবিবার রাতে প্যারালিম্পিকের দশম দিনে আরো দুটি পদক এলো ভারতের ঝুলিতে।
পুরুষদের এফ ৪১ জাভেলিন থ্রো - র ইভেন্টে সোনার পদক জিতলেন নবদ্বীপ সিং। নবদ্বীপের আগে অবশ্য এই পদক ইরানের সাদেঘ শাহ জিতলেও মিসকন্ডাক্ট বা অসদাচরনের জেরে বাতিল করা হয় তার এই পদক। তার পরিবর্তে এই মেডেল জেতেন দ্বিতীয় স্থানাধিকারী নবদ্বীপ সিং। ৪৭ . ৩২ মিটারের দূরত্বে জাভেলিন ছোঁড়েন নবদ্বীপ। তিনি হারান চিনের সান পেংশিয়াংকে । সান ৪৪. ৭২ মিটারের দূরত্বে জাভেলিন ছোঁড়েন।

মহিলাদের ২০০ মিটার দৌড়ের টি ১২ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন সিমরান। দিল্লির বছর ২৪ এর এই তনয়া ২৪ . ৭৫ সেকেন্ডে শেষ করেন তার এই দৌড়। সিমরান ও নবদ্বীপের পদক জয়ের ফলে ভারতের পদকসংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ । যার মধ্যে ৭ টি সোনা , ৯টি রূপো এবং ১৩ টি ব্রোঞ্জ রয়েছে।
 

Comments :0

Login to leave a comment