রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বেঞ্জামিন নেতানিয়াহু। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের সামনেও হয়েছে বিক্ষোভ।
প্যালেস্তাইনের স্বাধীনতা এবং যুদ্ধবিরতির সমর্থকরা ম্যানহাটানে শামিল হয়েছেন বিক্ষোভে। প্রতিবাদ জানাচ্ছেন লেবাননে নতুন পর্বে হামলার প্রতিবাদেও।
বস্তুত একাধিক গোষ্ঠীর প্রতিবাদীরা শামিল হন বিক্ষোভে। সবচেয়ে বড় বিক্ষোভ হয় ম্যানহাটান। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের। আটকে যায় যান চলাচল।
নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জায়নবাদী ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে ‘জিউস ভয়েস অফ পিস’। ইহুদি ধর্মাবলম্বী এমন বহু গোষ্ঠীই উগ্র স্বাতন্ত্র্যবাদী এবং ইসলাম বিদ্বেষের নীতির বিরোধী।
UN NETANIYAHU PROTEST
রাষ্ট্রসঙ্ঘে ভাষণের আগে বিক্ষোভের মুখে নেতানিয়াহু
×
Comments :0