আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্যমবাজারে ধর্না আন্দোলনে নেমেছে এসএফআই-ডিওয়াইএফআই- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। টানা ৫দিন ধরে তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেই অবস্থান মঞ্চে এসএফআইয়ের তরফে শুরু হয়েছে ইলা মিত্র নাইট স্কুল। মূলত শ্যামবাজার অঞ্চলের পথ শিশুদের নিয়ে এই নাইট স্কুল চালাচ্ছে দীপ্সিতা ধর-মীনাক্ষী মুখার্জিরা।
চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য তথা দেশ। সমাজের সর্বস্থরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিভিন্ন অবস্থানে যোগ দিচ্ছে পথ শিশুরা। সেই পথ শিশুদের ন্যূনতম প্রাথমিক শিক্ষার দায়িত্ব নিচ্ছে ছাত্র-যুব সংগঠন।
এলাকায় অনেক বস্তিবাসী মানুষের বসবাস। সেখানের অনেক শিশুরা প্রাথমিক বিদ্যালয় যেতে পারে না অর্থনৈতিক অবস্থা কারণে। বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের ধর্না মঞ্চে সেই প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে তাঁরা।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানান,শুধু ইলা মিত্র নয় গোটা রাজ্য জুড়ে সারা বছর কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়াদের নামে এই ধরনের বিভিন্ন পাঠশালা এসএফআই চালায়। আমরা প্রথম দিন যখন এই ধর্না শুরু করি তখন তাদের আমরা দেখি। যাদের বেশির ভাগই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। তাই তাদের পড়াশোনা দাবি নিয়ে এই ইলা মিত্রের পাঠশালা চলবে।
শুধু লেখাপড়া নয় গান, ছড়া, ছবি আঁকা ইত্যাদিরও পাঠ দিচ্ছে এসএফআই। শিক্ষকের ভুমিকায় দেখা যাচ্ছে এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিত ধর সহ অন্যদের। এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যীর কথায়, আমাদের সংগঠন শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য শুধু নয়, বিভিন্ন সামাজিক কাজকর্মও করে। লকডাউনের সময় এসএফআই প্রথম চালু করে। আমরা যেমন তিলোত্তমার বিচার চাইছি ঠিক একই ভাবে এই পথ শিশুদের শিক্ষার অধিকার দাবি করছি।
ইলা মিত্রের পাঠশালা শ্যামবাজারের অবস্থান মঞ্চে প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলছে। ছাত্র নেতৃত্বরা জানাচ্ছেন এই পাঠশালা ভবিষ্যতেও এই অঞ্চলে চলবে।
Comments :0