বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচারের দাবিতে, প্রমাণ লোপাটের মাথাকে ধরার দাবিতে চলছে অবস্থান।
রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জের পাশাপাশি ইটাহার ও ডালখোলাতেও শুরু অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
ইটাহার পথসাথী ডালখোলা বাসস্ট্যান্ডে বিক্ষোভ কালিয়াগঞ্জের সুকান্ত মোড় ছাড়াও রায়গঞ্জের ঘড়ি মোড়েও কর্মসূচি শুরু হয়ে গেল। চিকিৎসক নার্স সমাজ কর্মীরা রয়েছেন অবস্থানে।
ছাত্র যুব মহিলাদের আন্দোলন এখন বিস্তৃত এলাকা জুড়ে সাধারণ মানুষের আন্দোলন হয়ে ছড়িয়ে পড়েছে। ইটাহারের শিক্ষক সঞ্জীব ঝা বলেন, এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই এ জিততে হবে। আর জি কর কাণ্ডে তদন্তের নামে এক মাস কেটে গেলো। এবার আর জি কর কাণ্ডে মাথা ধরার দাবিতে সবাই সোচ্চার।
রায়গঞ্জের সমাজকর্মী শিক্ষিকা শর্মিষ্ঠা ঘোষ বলেন, রায়গঞ্জ ঘড়ি মোড় বহু আন্দোলনের কেন্দ্র। তিনি সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানান ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রায়গঞ্জ ঘড়ি মোড় ‘তিলোত্তমা মোড়’ হিসেবে গণ্য করা হোক।
Rayganj Nightlong Protest
রায়গঞ্জে ঘড়ি মোড় আজ ‘তিলোত্তমা মোড়’
×
Comments :0