ভাইরাস সংক্রমণের প্রচার ঘিরে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন ডিজিএইচএস প্রধান অতুল গোয়েল।
চীনে সম্প্রতি ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে কিছু খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল বলেছেন যে ভারতে এমন কোনও ভাইরাসে সংক্রমণ ধরা পড়েনি।
চীনে ‘হিউম্যান মেটানিউমোভাইরাস’ সংক্রমণ হচ্ছে বলে প্রচার চলছে। গোয়েল বলেছেন, ‘‘এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু খবরে বলা হচ্ছে চীনে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে এবং তা বিপজ্জনক। আমরা একথা ঠিক বলে মনে করছি না।’’
গোয়েলের ব্যাখ্যা, ‘‘স্পষ্ট করে বলা দরকার যে হিম্যান মেটা নিউমোভাইরাস শ্বাসযন্ত্রে সংক্রমণের জন্য দায়ী অন্যান্য ভাইরাসের মতোই। তা থেকে ঠাণ্ডা লাগার মতো উপসর্গ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বৃদ্ধ এবং এক বছরের কম শিশুদের সমস্যা হয়।’’
গোয়েল বলেছেন যে শীতের সময় এমন সমস্যা হয়। ভারতের সব হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা আছে। আইসিএমআর’র তথ্য দেখাচ্ছে ভারতে এমন সমস্যা বড় হয়ে ওঠেনি। এই সমস্যায় নির্দিষ্ট ওষুধেরও প্রয়োজন নেই।
শুক্রবার যদিওকোনও কোনও সংবাদমাধ্যম জানিয়েছিল যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল শ্বাসযন্ত্রে সংক্রমণ জনিত সমস্যার ওপর কড়া নজর রাখছে। তার কিছু পরেই পরিস্থিতির ব্যাখ্যা দেন গোয়েল।
উল্লেখ্য, চীনে সংক্রমণ সংক্রান্ত সংবাদ পরিবেশিত হলেও সরকারি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। চীনেও শীতের সময় দূষণ বেড়ে যাওয়া এবং ঠাণ্ডার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় প্রতি বছরই।
VIRUS CHINA DGHS
ভাইরাস সংক্রমণের প্রচারে আতঙ্কিত না হওয়ার বার্তা শীর্ষ স্বাস্থ্য আধিকারিকের
×
Comments :0