Imran Khan

আত্মসমর্পন করলে ইমরানের গ্রেপ্তারি ঠেকাতে রাজি বিচারপতি

আন্তর্জাতিক

বৃহস্পতিবার পাকিস্তানের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারপতি জাফার ইকবাল বলেছেন যে, তিনি ইমরান খানের গ্রেপ্তারি স্থগিত রাখার নির্দেশ দিতে রাজি। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তোষাখানা দুর্নীতি মামলায় আদালতে এসে আত্মসমর্পন করতে হবে। 

এদিন তোষাখানা মামলার শুনানিতে পাকিস্তান নির্বাচন কমিশনের সওয়াল শুনছিলেন বিচারপতি। নির্বাচন কমিশনের সোয়াল পাকিস্তানের বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত। 

নওয়াজ শরিফ সরকারের অভিযোগ, ইমরান প্রধানমন্ত্রী থাকাকালিন বিদেশ থেকে যেই উপহার গুলি পেয়েছিলেন তা তিনি তোষাখানায় জমা না দিয়ে চড়া দামে বাজারে বিক্রি করেছেন। 

গত দু-দিন ইমরানকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ফিরে এসেছে। লাহোরে ইমরানের বাড়ির সামনে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধেছে তাঁর দলের কর্মী সমর্থকদের। এর আগে তিনবার আদালতের সমন এড়িয়ে গিয়েছেন ইমরান। 

Comments :0

Login to leave a comment