SCHOOL CLOSED

নেই পড়ুয়া নেই শিক্ষক, বন্ধ বীরভূমের রাজনগরের একাধিক স্কুল

জেলা

বীরভূমের রাজনগর ব্লকের একাধিক বিদ্যালয় বন্ধ। স্কুলে শিক্ষক ও পড়ুয়া সঙ্কট। স্থানীয় সুত্রে জানা গেছে, রাজনগর ব্লকের নাকাশ ইদগাহ উচ্চ প্রাথমিক বিদ্যালয়, রাজারকেন্দ উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ইসমাইল শিশু শিক্ষাকেন্দ্র বন্ধ। অভিযোগ স্থায়ী শিক্ষক শিক্ষিকা নেই। একজন শিক্ষিকা ছিল কিন্তু সেও অন্য বিদ্যালয়ে বদলি হয়ে চলে যাওয়ার পর থেকে বন্ধ রাজারকেন্দ উচ্চ প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীরা জানান, এখন বেশীর ভাগ অভিভাবক সরকারি স্কুল বাদ দিয়ে বেসরকারি স্কুলে তাঁদের ছেলেময়েদের ভর্তি করতে বাধ্য হচ্ছেন। এর প্রধান কারণ শিক্ষাকে বেসরকারিকরন করা। বর্তমানে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে।
 

২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ইসমাইল শিশু শিক্ষাকেন্দ্র। এপ্রিল মাসে মুখ্য সম্প্রসারিকা সাহারা বানু অবসরগ্রহণের পর থেকে বন্ধ ইসমাইল শিশু শিক্ষাকেন্দ্র। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত রাবিয়া খাতুন। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ওই ছাত্রী বলছে, "এটা আমাদের স্কুল ছিল। এখন সেখানে মদ জুয়ার আসর বসছে। দয়া করে পুলিশ ডেকে দিন।" রাজনগর ব্লকের মোট ২৫টি শিশু শিক্ষাকেন্দ্রের মধ্যে বর্তমানে চালু আছে ১৮টি শিশু শিক্ষাকেন্দ্র। 
         

শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্র দেখভাল করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ২০১১ সালের পর থেকে শিশু শিক্ষাকেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষক নিয়োগ করা হয়নি বলে অভিযোগ বিরোধীদের। সিপিআই(এম) নেতা উত্তম মিস্ত্রী অভিযোগ করে বলেন, "সারা রাজ্যে শিক্ষক ও পড়ুয়ার অভাবে প্রায় ৮ হাজার স্কুল বন্ধ হতে চলেছে। তাঁর মধ্যে রাজনগরে ৮ টি স্কুল রয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, "মেলা খেলায় টাকার মচ্ছব করে রাজ্য সরকার কিন্তু শিক্ষক নিয়োগ করার বেলায় তাঁদের টাকা থাকে না।" যদিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।
 

Comments :0

Login to leave a comment