প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা থাকবে মনু ভাকেরের কাঁধেই। এই অলিম্পিকে শ্যুটিংয়ের তিনটি বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। ব্রোঞ্জ পেয়েছেন দু’টি ইভেন্টে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যসোসিয়েশন এই সিদ্ধান্ত জানিয়েছে।
সোমবার টেবিল টেনিসের শেষ আটে পৌঁছেছেন অর্চনা-সৃজা জুটি।
দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠলেন অর্চনা কামাথ ও সৃজা আকুলা।
প্রথম ম্যাচে অর্চনা - সৃজার জুটি হারিয়ে দেন রোমানিয়ার এলিজাবেটা ও আদিনাকে। ১১ - ৯ , ১২ - ১০ ও ১১- ৭ পয়েন্টে জেতেন অর্চনারা। সিঙ্গলসে জয়ী হয়েছেন মনিকা মাত্রাও।
পরের সিঙ্গেলসের ম্যাচে মনিকা বাত্রা জেতেন বার্নডেট সসের বিরুদ্ধে ১১- ৫ , ১১ - ৭ এবং ১১- ৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে যদিও সামারার কাছে হেরে যান সৃজা। সবমিলিয়ে দলগত ইভেন্টে ৩ - ২ ফলাফলে জিতে সেমিফাইনালে উঠে গেলো ভারত। সেমিতে তাদের প্রতিপক্ষ হতে চলেছে আমেরিকা ও জার্মানি ম্যাচের বিজয়ী দল।
তবে এদিন পদক হাতছাড়া হয়েছে লক্ষ্য সেনের। অলিম্পিকে এর আগে সেমিফাইনালে হেরে গিয়ে সোনা ও রুপোর পদক জয়ের আশা শেষ হয়ে গেলেও লক্ষ্যের কাছে সোমবার সুযোগ ছিল ব্রোঞ্জ পদক জয়ের। কিন্তু সেই আশা পূরণ হলো না। ব্যাডমিন্টনে বিশ্বের সপ্তম মালেশিয়ার লি - র কাছে হেরে পদক হাতছাড়া করলেন লক্ষ্য সেন।
Olympic India
অলিম্পিক: সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা থাকবে মনুর কাঁধে
×
Comments :0