Left Relief Maldaha

হরিশচন্দ্রপুরে প্লাবিত এলাকায় ত্রাণ নিয়ে পাশে বামকর্মীরা

জেলা

মালদহের বিভিন্ন ব্লক বন্যা কবলিত।  হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে তার মধ্যে। 
এই গ্রাম পঞ্চায়েতের ৩টি বুথ এলাকা ফুলহর নদীর জলস্ফীতির কারণে জলমগ্ন। কয়েকশো পরিবার চরম সংকটে পড়েছে। তাঁদেরই পাশে থাকল সিপিআই(এম), থাকল ডিওয়াইএফআই। 
শারদোৎসবের মুখে ডিওয়াইএফআই মালদহ জেলা সভাপতি মোস্তাক আলম ও সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সেরাজুল হকের নেতৃত্বে পৌঁছালেন ডিওয়াইএফআই এবং সিপিআইএম নেতা-কর্মীরা। 
বুধবার গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে ত্রাণ সামগ্রী ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চিঁড়া, সোয়াবিন, ডাল, চিনি, বিস্কুট, মুড়ি তুলে দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment