সন্ত্রাসবাদের জন্য দায়ী পাকিস্তান। সারা দেশে এই প্রচারই করে বিজেপি। তা’হলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্য দায়ী কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পালটা এই প্রশ্ন তুললেন ন্যাশনাল কনফারেন্স সহসভাপতি ওমর আবদুল্লা।
জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচারে সন্ত্রাসবাদকেই প্রধান বিষয় করেছে বিজেপি। শনিবারো বিজেপি’র প্রচারে অমিত শাহ বলেছেন যে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্য দায়ী তিনটি পরিবার। আবদুল্লা, মুফতি এবং গান্ধী- এই তিন পরিবারের জন্য সন্ত্রাসবাদ ছড়িয়েছে কাশ্মীরে। সরাসরি ন্যাশনাল কনফারেন্সকেও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের মদতের জন্য দায়ী করেন শাহ।
রবিবার আবদুল্লা বলেন, ‘‘অমিত শাহকে স্পষ্ট কথা বলতে হবে। বিজেপি-কেও একটি কথা বলতে হবে সারা দেশে। দেশের সর্বত্র বিজেপি প্রচার করে যে সন্ত্রাসবাদের জন্য পাকিস্তান। তা’হলে কাশ্মীরে নাশনাল কনফারেন্স বা কংগ্রেসকে দায়ী করা হবে কেন।’’
জম্মু কাশ্মীরের ভোটে বিজেপি বিরোধী ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলেও অপর দল পিডিপি আলাদা লড়ছে।
ওমর বলেছেন, ‘‘যদি আমরাই দায়ী হই তার মানে তো বলতে চাইছেন পাকিস্তান দায়ী নয়। তা’হলে পাকস্তানের সঙ্গে আলোচবা প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে কেন।’’
সমস্যার জন্য কেন্দ্রীয় শাসনকে দায়ী করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গে কড়া আক্রমণ করেছেন ওমর আবদুল্লা। ২০১৯’র ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক স্বীকৃতি বাতিল করা হয়। বাতিল হয় ৩৭০ ধারা এবং ৩৫ক ধারা। রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অ৬্চলে পরিণত করা হয়েছে। কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয়েছে লাদাখেও।
আবদুল্লা বলেন, ‘‘যেভাবে বিরোধী রাজনৈতিক কর্মীদের নাম আকছার এফআিআর দায়ের হচ্ছে, তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে জম্মু ও কাশ্মীরের বাইরে বিভিন্ন জেলে আটকে রাখা হচ্ছে, তাতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ। রাজ্যের মানুষ সমাধান চান গণতান্ত্রিক পথে।’’
Jammu and Kashmir
দু’রকম কথা বলছেন অমিত শাহ, পালটা ওমর
×
Comments :0