মেমারিতে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, জখম ২২ জন। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দুর্গডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ মেমারি মন্তেশ্বর একটি বাস মেমারির দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি লরিকে পাশ দিতে গিয়ে লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। বাসটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনাই প্রায় ২২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমেই মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা বর্ধমানের স্থানান্তরিত করেন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে পৌঁছান মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগ ও মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।
বাস যাত্রীদের বক্তব্যে জানা যায় যে বাসটি অত্যাধিক গতিতে মেমারি দিকে আসছিল এবং অত্যাধিক গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের আরো অভিযোগ যে প্রতিটি বাস মেমারি আসার সময় প্রত্যেকদিন লেট ফাইনের জন্য গতি বাড়িয়ে দেয় এবং এর ফলেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। শেষ পাওয়া খবরে জানা গেছে এই দুর্ঘটনায় অন্বেষা কিসকু নামে আনুমানিক ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার চিকিৎসা চলছিল বর্ধমান হাসপাতালে। এক যাত্রীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
Burdwan Accident
মারিতে বাস দুর্ঘটনায় নিহত এক শিশু, জখম ২২
×
Comments :0