Opposition protest parliament on Adani

আদানি নিয়ে দ্বিতীয়দিনেও সংসদে সরব বিরোধীরা

জাতীয়

আদানি গোষ্ঠির (Adani Group) বিরুদ্ধে শেয়ার লেনদেনে কারচুপির অভিযোগের ভিত্তিতে তদন্ত হোক এই দাবিতে সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেও তুমুল হৈ হট্টগোল। বিরোধীদের দাবি যৌথ সংসদীয় কমিটি বানিয়ে গোটা বিষয়টির তদন্ত করা হোক, নয়তো সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি বানিয়ে তদন্ত করুন। কিন্তু তা মানতে রাজি নয় সরকার। এই নিয়ে সংসদে সরব হন বিরোধীরা ফলে এদিন লোকসভার অধিবেশন বেলা ২টো পর্যন্ত ও রায্যসভার অধিবেশন ২.৩০ পর্যন্ত মুলতুবি রাখা হয়। বামপন্থী সহ বিরোধী সাংসদদের দাবি সাধারণ মানুষ তাদের উপার্জনের টাকা গচ্ছিত রাখছেন এলআইসি (LIC) ও স্টেটব্যঙ্কে (State Bank)। কিন্তু সেই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে পুঁজিপতিরা। সুতরাং এই নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেই দাবি তাদের।


সংসদ অধিবেশনের আগে শুক্রবার ১৬টি বিরোধী দলের সাংসদদের (MP) নিয়ে এই মর্মে বৈঠক করেন রায্য সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে (Mallikarjun Kharge)। প্রসঙ্গত মোদী সরকারের ঘনিষ্ঠ আদানির বিরুদ্ধে শেয়ার লেনদেনে কারচুপির গুরুতর অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা হিডেনবার্গ। করফাঁকি থেকে কারচুপি, এমনকি শেয়ারের দামে জালিয়াতির অভিযোগও রয়েছে।  এরপরেই বাজেট পেশের দিনই শেয়ার বাজারে ক্রমেই নিচের দিকে নামতে থাকে আদানি সংস্থার শেয়ার। সেই দিনই ফলো আপ পাবলিক অফার (FPO) প্রত্যাহার করে নেয় আদানি গোষ্ঠী।

Comments :0

Login to leave a comment