3 points for the last six

শেষ ছয়ের লক্ষ্যে শুক্রবার ৩ পয়েন্ট চান অস্কার

খেলা

শুক্রবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায়।

৭ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের শেষে অবস্থান করছে লাল হলুদ। যা দেখতে একদমই অভ্যস্থ নয় সমর্থকরা। ২০১০ থেকে ২০১৩ অব্দি ইস্টবেঙ্গলের সোনার সময়ে তারা সবধরনের ট্রফি জিতেছিলেন। একটুর জন্য আইলিগ হাতছাড়া হলেও সেই দল ছিল ভারতসেরা । ২০২৪ সালে কার্লোসের অধীনে সুপার কাপ জিতলেও আইলিগে খারাপ পারফরম্যান্সের জেরে অক্টোবরেই তার বদলে কোচ করে আনা হয় অস্কার ব্রুজনকে । তিনি আসার পর অবশ্য কিছুটা হাল ফিরেছে লাল হলুদের। এ এফসি চ্যালেঞ্জ লিগে দেখা মিলেছে লাল হলুদ মশালের গনগনে আঁচের। শেষ ১৬- য় পৌঁছেছে দল । মহামেডানের সাথে ৯ জনে খেলে ১ পয়েন্ট সংগ্রহ করেছিল লাল হলুদ। তবে শুক্রবারের লড়াইয়ে সামনে রয়েছে ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেড । যাদের দলে রয়েছে এই মরশুমের আপাতত সর্বোচ্চ গোলদাতা আলেইদিন । তাই তার জন্য আলাদা একটা পরিকল্পনা করতেই হচ্ছে অস্কারকে । সাংবাদিক সম্মেলনে শরীরি ভাষায় আত্মবিশ্বাসের ছাপ থাকেলেও নন্দা ও মহেশের অনুপস্থিতিতে নতুন স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে অস্কারকে । নর্থইস্ট ইউনাইটেড রয়েছে ৯ ম্যাচে ১৮ পয়েন্টে নিয়ে । ম্যাচ জিতলেই মোহনবাগানকে পিছনে ফেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে জুয়ান পেদ্রোর দল । তাই শুক্রবারের ম্যাচটিকেই পাখির চোখ করছে দুই দলই সম্পূর্ণ ভিন্ন দুই কারণে। নর্থইস্টের লক্ষ্য দ্বিতীয় স্থানে উঠে আসা এবং লাল হলুদের লক্ষ্য শেষ ছয়ে যাওয়ার লক্ষ্যে তিন পয়েন্ট অর্জন করা ।

Comments :0

Login to leave a comment