One nation one election

এক দেশ এক ভোট ও দেওয়ানি বিধির কথা বললেন মোদী

জাতীয়

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৯তম জন্মবার্ষিকীতে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের জন্য একটি মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যা প্রতি বছর ৩১ অক্টোবর প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে উদযাপিত হয়। দু’দিনের সফরে গুজরাটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, গুজরাটের কেভাদিয়ায় ইউনিটি অফ প্যারেড গ্রাউন্ডে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘‘এবার জাতীয় একতা দিবস এক আশ্চর্য সমাপতন নিয়ে এসেছে। আজ একদিকে আমরা একতার উৎসব পালন করছি, অন্যদিকে দীপাবলিরও উৎসব চলছে’’।
তিনি আরও বলেন, আলোর উৎসব কেবল দেশকে আলোকিত করে না, বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে ভারতকে যুক্ত করার কাজও শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করার একদিন পরেই ৬০০ জনেরও বেশি বিশিষ্ট ভারতীয় আমেরিকানদের উপস্থিতিতে, তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অনেক দেশেই এটি (দীপাবলি) জাতীয় উৎসব হিসেবে পালিত হচ্ছে’।
প্রধানমন্ত্রী পুনরায় বলেন, কেন্দ্রের ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব, যার লক্ষ্য দেশের সমস্ত নির্বাচনকে একটি দিনে বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমন্বয় করা, শীঘ্রই পাশ করা হবে এবং তা বাস্তবে পরিণত হবে।
প্রস্তাবটি এই বছরের শুরুতে মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছিল এবং এই বছরের শেষের দিকে সংসদের শীতকালীন অধিবেশনের আগে উপস্থাপন করা হবে।
‘‘আমরা এখন ‘এক দেশ এক নির্বাচন’-এর লক্ষ্যে কাজ করছি, যা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে, ভারতের যা সম্পদ আছে তা সর্বোচ্চভাবে কাজে লাগবে এবং দেশ উন্নত ভারতের স্বপ্ন পূরণে নতুন গতি অর্জন করবে। আজ ভারত ‘এক জাতি এক দেওয়ানি বিধি’র দিকে এগিয়ে চলেছে, যা একটি ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি,’’ তিনি বলেন।

Comments :0

Login to leave a comment