parliament monsoon session

প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধীদের বিক্ষোভ

জাতীয়

প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধীদের বিক্ষোভ। এই অবস্থায় তাকে ‘‘আড়াই ঘন্টা বলতে দেওয়া হয়নি’’ বলে পালটা কটাক্ষ প্রধানমন্ত্রীর।
তাঁর সরকার তৃতীয়বারের মেয়াদে প্রথম বাজেট পেশ করার একদিন আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ তুললেন।  
বাজেট অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু দলের ‘নেতিবাচক রাজনীতি’ সংসদের সময় নষ্ট করেছে বলেই অনেক সাংসদ তাদের নির্বাচনী এলাকার সমস্যা উত্থাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি সব দলের সাংসদদের রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
ভোটের ফল প্রকাশের অব্যবহিত পরেই সংসদে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে ‘অসাংবিধানিকভাবে চুপ করিয়ে’ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আড়াই ঘণ্টা গলা টিপে রাখার চেষ্টার জন্য গণতন্ত্রে কোনও জায়গা থাকতে পারে না, কোনও অনুশোচনা নেই’।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বিতর্ক চলাকালে প্রধানমন্ত্রী যখন সংসদে ভাষণ দিচ্ছিলেন, তখন বিরোধী সাংসদদের স্লোগানের কথা উল্লেখ করা হয়।

Comments :0

Login to leave a comment