POETRY | ARIJIT MITRA | PRAJATANTRA | MUKTADHARA | 2026 JANUARY 28 | 3rd YEAR

কবিতা | অরিজিৎ মিত্র | প্রজাতন্ত্র : এক নীরব শপথ | মুক্তধারা | ২০২৬ জানুয়ারি ২৮ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ARIJIT MITRA  PRAJATANTRA  MUKTADHARA  2026 JANUARY 28  3rd YEAR

কবিতা

মুক্তধারা

প্রজাতন্ত্র : এক নীরব শপথ


     অরিজিৎ মিত্র

২০২৬ জানুয়ারি ২৩ | বর্ষ ৩

ওই দিনটাতে শুধু পতাকা ওড়ে না আকাশে,
ওড়ে কত প্রশ্ন জমে থাকা মানুষের নিঃশ্বাসে।
রাস্তায় নামে রোদ্দুর, কাগজে নামে আইন,
তবু জিজ্ঞেস করে সময়— আমরা কি সত্যিই সমান


প্রজাতন্ত্র মানে বইয়ের পাতায় বাঁধা কথা নয়,
ওটা ক্ষুধার্ত মানুষের চোখে জ্বলে থাকা এক ভয়।
ভয় নয় হারাবার, ভয় নয় মাথা নোয়ানোর,
ভয় এই— মানুষ হয়েও যদি না পাই মানুষের অধিকার।

প্রজাতন্ত্র মানে মেয়েটির দৃঢ়, নির্ভীক হাঁটা,
ভিড়ের মাঝে মাথা উঁচু রেখে এগিয়ে যাওয়া গাঁটা।
আইন তার পাশে দাঁড়ায়, শব্দ হয়ে নয়—
নীরব আশ্বাসে বলে, ‘তুমি একা নও, ভয় কোরো না হে রয়’।

এদিনে বন্দুক গর্জে না, গর্জে না যুদ্ধের গান,
কলম তুলে বলেছিল— ক্ষমতা নয় দান।
অধিকার জন্মসূত্রে, লিখে রাখা শপথ,
শাসক নয়, সংবিধানই হবে শেষ সত্য পথ।

প্রজাতন্ত্র কোনো মূর্তি নয়, ফুলে সাজানো নাম,
এটা প্রতিদিনের আয়না— দেখি নিজেকেই বারংবার কাম।
যেদিন ভয় নয়, বিবেক থামাবে অন্যায়ের হাত,
সেদিনই সত্যি করে পূর্ণ হবে এই প্রজাতন্ত্র-প্রভাত।

তাই এই দিন শুধু রঙে রঙিন উৎসব নয়,
এটা নিজের কাছে ফেরা— আমি কি মানুষ হয়েই রই?
যদি উত্তর মেলে হৃদয় থেকে নির্ভীক স্বরে,
তবেই পতাকা উড়ুক গর্বে— আকাশ জুড়ে, ঘরে ঘরে।
 

 দশম শ্রেণী কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ, কল্যাণনগর খড়দহ উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment