শিক্ষকরা দেখা করতে চেয়েছিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে। বাঁকুড়ায় সেই শিক্ষকদের ঢুকতেই দেওয়া হলো না দপ্তরে। বন্ধ করে দেওয়া হলো গেট। রাস্তায় বিক্ষোভ দেখাতে হলো প্রাথমিক শিক্ষকদের।
প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ’র ডাকে এদিন দাবি জানাতে যান শিক্ষকরা। স্কুল স্কুলে শিক্ষকের অভাব। শিক্ষক নেই। তার মধ্যে অনৈতিক বদলি চলছে বলে ক্ষোভ জানাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। তাঁরা বলছেন, অবৈধ প্রক্রিয়ায় বদলি করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা দেখানো হচ্ছে। আবার টাকার বিনিময়ে বদলির দুর্নীতি চক্র তৈরি হয়েছে। নিয়মিত হেনস্তার শিকার প্রাথমিক শিক্ষকরা।
এদিন চেয়ারম্যান নিজেই শিক্ষকদের কথা শুনতে হাজির ছিলেন না। পুলিশকে দিয়ে বন্ধ করে দেওয়া হয় সংসদ ভবনের গেট। বাধ্য হয়ে শিক্ষকরা বাঁকুড়ার মাচানতলায় পথ অবরোধ করেন।
তাঁরা জানিয়েছেন, চেয়ারম্যান দেখা না করলেও চলবে আন্দোলন।
Comments :0