Leopard Attack

চিতাবাঘের আক্রমণে ধূপগুড়িতে জখম কৃষক

জেলা

​জনবসতি এলাকায় ফের বন্যপ্রাণীর হানায় আতঙ্ক ছড়াল ধূপগুড়িতে। সরষে ক্ষেতে কাজ করার সময় চিতাবাঘের অতর্কিত আক্রমণে গুরুতর জখম হলেন এক কৃষক। 
বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মোরাঘাট জঙ্গল সংলগ্ন উত্তর খুঁটিমারি এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজের সরষে ক্ষেতে একা কাজ করছিলেন উত্তর খুঁটিমারির বাসিন্দা প্রসেনজিৎ রায়। আচমকাই জঙ্গল থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিরোধের সুযোগ না পেয়ে চিতাবাঘের নখ ও দাঁতের আঘাতে প্রসেনজিৎবাবুর মুখ ও শরীরের একাধিক অংশ গুরুতরভাবে জখম হয়। তাঁর আর্তচিৎকার শুনে আশপাশের গ্রামবাসীরা ছুটে এলে চিতাবাঘটি ফের জঙ্গলের দিকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আশা হয়। জখম কৃষকের স্ত্রী পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। খবর পেয়ে তিনি ডিউটি ছেড়ে হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর প্রসেনজিৎবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেন।
বনদপ্তরের বিশেষ ব্যবস্থাপনায় তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গেছে, বর্তমানে এই রেঞ্জের একাধিক বিট এলাকায় হাতি ও চিতাবাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বনকর্মীদের একাংশের মতে, জঙ্গলে পর্যাপ্ত খাদ্যের অভাব থাকায় বন্যপ্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও বনদপ্তরের তরফে স্থায়ী কোনও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উত্তর খুঁটিমারি এলাকায় অবিলম্বে বনদপ্তরের নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Comments :0

Login to leave a comment