PT Usha went to meet wrestlers

যন্তর মন্তরের গিয়ে পিটি ঊষা বললেন তার মন্তব্যে ভুল ব্যাখা হয়েছিল

খেলা

কিছুদিন আগেই কুস্তিগিরদের আন্দোলনের বিপক্ষে বলেছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (IOA) পিটি ঊষা। তিনি বলেছিলেন ‘কুস্তিগিরদের এই আন্দোলন দেশের ক্রিড়া জগতের ভাবমূর্তিকে কলুসিত করছে। কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিৎ ছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি। যদিও তারপর এদিন পর্যন্ত কমিটির কোনও রিপোর্ট প্রকাশিত হয়নি। এবং রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারমান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে দিল্লির যন্তরমন্তরে ধর্ণায় বসে রয়েছেন দেশএর প্রথম সারির কুস্তিগিররা। সম্ভবত কুস্তিগিরদের অনড় মনোভাব দেখেই এদিন তাদের অন্দোলনস্থলে আসেন পিটি ঊষা। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তার আগের মন্তব্যের ‘ভুল’ ব্যাখা করেছে সংবাদ মাধ্যম।


বুধবার কিুস্তিগিরদের সঙ্গে দেখা করে কিছুক্ষণ কথা বলেন পিটি ঊষা। যদিও তিনি কি বলেছেন সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি। পিটি ঊষা চলে যাওয়ার পর আন্দোলনরত কুস্তিগিরদের পক্ষ থেকে অলিম্পিকে পদকজয়ী বজরং পুনিয়া বলেন ‘পিটি ঊষা বলেছেন তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি প্রথমে একজন খেলোয়ার এবং পরে একজন প্রশাসক। দ্বিতীয়ত ঊষা দাবি করেছেন তার বক্তব্যের ভুল ব্যখা হয়েছে। তিনি আমাদের আন্দোলনকে সমর্থন করছেন’

Comments :0

Login to leave a comment