অলিম্পিকে তৃতীয় পদকের সুখবর মিলেছিল বৃহস্পতিবার সকালেই। ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি-তে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুসালে। তারপর থেকে যদিও দুঃসংবাদই পেয়েছে ভারতীয় শিবিরে। এশিয়ান গেমসের স্বর্ণজয়ী বক্সার চীনের ইউ উ এর কাছে ০ - ৫ স্কোরে পরাজিত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন।
৫০ কেজির এই বক্সিং ম্যাচে ইউ উর কাছে প্রায় একপ্রকার আত্মসমর্পণ করলেন নিখাত। ‘রাউন্ড অফ সিক্সটিন’-ই শেষ হলো তাঁর অলিম্পিক অভিযান।
প্রথম রাউন্ড থেকেই ইউ উ বেশ আক্রমণাত্মক ছিলেন । ফলে , নিখাতকে বাধ্য হয়েই বেশ কিছুটা ব্যাকফুটে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে হচ্ছিল। প্রথম রাউন্ডে ৪ - ১ পিছিয়ে থাকার পর দ্বিতীয় রাউন্ডের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকেন নিখাত । কিন্তু ইউ উ সুন্দরভাবেই ডজ করে এড়াতে সক্ষম হচ্ছিলেন। ইউ উ এর বেশ কয়েকটি হুক শটে শেষ হয় দ্বিতীয় রাউন্ড।
তৃতীয় রাউন্ডে শেষ চেষ্টা করেও ব্যর্থ হন নিখাত । ফলে , স্বপ্নভঙ্গ হয় তাঁর । ম্যাচের পর দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।
অলিম্পিকের হকিতেও শেষ ম্যাচে হার ভারতের। গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে ২ - ১ গোলে হারল সৃজেশের দল।
১৮ মিনিটে প্রথমে গোল করে অভিষেক ভারতকে এগিয়ে দিয়েছিলেন । কিন্তু ২৩ মিনিটে একটি পেনাল্টি কর্নার থেকে বেলজিয়ান স্টকবক্স গোল করে সমতা আনেন। ম্যাচের ৪৪ মিনিটে বেলজিয়ামের পেনাল্টি কর্নার সৃজেশ বাঁচিয়ে দিলেও শেষরক্ষা হয়নি । গোলমুখে দাঁড়িয়ে থাকা ডোহম্যানের গোলে এগিয়ে যায় বেলজিয়াম । এই ম্যাচে হেরেও পরের রাউন্ডে চলে গেলো ভারত।
পুল বি এর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে ভারত। এর আগে এই গ্রুপে নিউজিল্যান্ডকে হারায় এবং ড্র করে আর্জেন্টিনার সাথে । বেলজিয়াম শীর্ষ দল হিসেবেই গেল পরের রাউন্ডে।
ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে স্বস্তিক-চিরাগ জুটিও। তবে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টারে লক্ষ্য সেন জিতেছেন ভারতেরই এইচএস প্রণয়কে হারিয়ে।
Comments :0