PhD Student Dies

গুহায় মাটি চাপা পড়ে গবেষকের মৃত্যু

জাতীয়

গুজরাটের লোথালে গুহার ভিতরে মাটি চাপা পড়ে মৃত্যু হল আইআইটি দিল্লির তরুণী গবেষকের। মৃতের নাম সুরভী বর্মা(২৩)। আহত হয়েছেন ৩ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।‌ গুজরাটের লোথালে পুরাতত্ত্ব সর্বেক্ষণে গিয়ে একটি গুহার ভিতরে নেমে কাজ করছিলেন গবেষকদের একটি দল। তখনই আচমকা ধস নামে তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে গবেষকের। 
লোথালের পুলিশ আধিকারিক ওমপ্রকাশ জাট বলেছেন, ‘‘আহমেদাবাদ থেকে ৮০ কিলোমিটার দুরে লোথালে বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় আইআইটি-দিল্লি এবং আইআইটি-গান্ধীনগরের চার গবেষকের যৌথ দল প্যালিওক্লিম্যাটোলজি অধ্যয়নের জন্য গুহার ভিতরে নেমে কাজ করছিলেন। সেখানেই গবেষণার জন্য গিয়েছিলেন সুরভী এবং তাঁর সঙ্গীরা। আইআইটি দিল্লির ২ জন এবং আইআইটি গান্ধীনগরের ২ জন গবেষক নমুনা সংগ্রহ করতে প্রাচীন গুহাটিতে ঢুকেছিলেন। আচমকা দেওয়ালে ধস নামে। চার জনই মাটির নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় সুরভী বর্মার। অনান্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থীতিশীল।
 

Comments :0

Login to leave a comment