South Korea Plane Crash

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত অন্তত ৮৫, বাড়ছে ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ১৭৯ হতে পারে বলে আশঙ্কা। 
বিমানে মোট ১৮১ যাত্রী ছিলেন। বিমান কর্মী ছিলেন ৬ জন। 
রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়ে ওই বিমান। জানা গিয়েছে, রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানবন্দরে লোহার বেড়ায় ধাক্কা মারে বিমানটি। ভেঙে পড়ে বিমান। থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল এই বিমান।
প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়া অথবা পাখির ঝাঁকে ধাক্কা লাগার অনুমান করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।

Comments :0

Login to leave a comment