নেতাজী সুভাষ ডকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভে শামিল হলেন বন্দর শ্রমিকরা। ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজুদুর ইউনিয়নের ডাকে এই বিক্ষোভ চলছে ১২ দফা দাবিতে।
কেন্দ্রের বিজেপি সরকার বন্দর বেসরকারিকরণে নেমেছে। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে সরব কর্মী আন্দোলন। বন্দরের জমি বেসরকারি হাতে তুলে দিতে নেমেছে কেন্দ্র। কর্মীদের দাবি, বন্দরের জমি বেসরকারি হাতে তুলে দেওয়া চলবে না। কলকাতা বন্দরের হাসপাতালকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে সেই প্রয়াস রুখে দেন। তাঁরা বলছেন, ২০২০’র পোর্ট অথরিটি বিলের মাধ্যমে আদতে বন্দর শিল্পের বেসরকারিকরণ ও ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার।
কর্মীদের দাবি, বন্দর শিল্পকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে সরকারকে। কলকাতা বন্দর থেকে হলদিয়া ডককে বিচ্ছিন্ন করা যাবে না। নতুন বেতন চুক্তি, বোনাস সহ শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে বুধবারহয় এই অবস্থান বিক্ষোভ।
অবস্থান বিক্ষোভের সূচনা করেন সিআইটিইউ কলকাতা জেলা সম্পাদক দেবাশিস রায়। তিনি বন্দর শিল্পকে রক্ষায় সব অংশের শ্রমিক কর্মচারীদের একজোটে লড়াইয়ের আহ্বান জানান।
Comments :0