Probandha — SOURAV DUTTA / MUKTADHARA - 1 November

প্রবন্ধ — বিস্মৃত বাঙালির জীবনচরিত:রাজনারায়ণ এবং 'সেকাল-একাল' সম্পর্ক / মুক্তধারা - ১ নভেম্বর

সাহিত্যের পাতা

Probandha   SOURAV DUTTA   MUKTADHARA - 1 November

মুক্তধারা 

প্রবন্ধ 

বিস্মৃত বাঙালির জীবনচরিত:রাজনারায়ণ এবং 'সেকাল-একাল' সম্পর্ক
সৌ র ভ  দ ত্ত

ঘটনাপ্রবাহে রাজনারায়ণ বসু ডেভিড হেয়ার এর স্কুলে পাঠরত অবস্থায় ক্রমে পরিণত হতে থাকে।১৮৪০ সালের পর তিনি হেয়ার স্কুল থেকে হিন্দু কলেজে কোনোরকম ফি ছাড়াই  ভর্তি হন।কারণ, রাজনারায়ণে মতে–হেয়ার সাহেবকে যেহেতু হিন্দু কলেজের অধ্যাপকরা বঙ্গদেশে  ইংরেজি শিক্ষার স্তম্ভ মানতেন। তাই তাঁর  সম্মান প্রদর্শন হেতু হেয়ার স্কুল থেকে আগত ছাত্রদের পড়াশোনা সম্পূর্ণ অবৈতনিক ছিল।তিনি একেবারে হিন্দু কলেজের তৃতীয় শ্রেণিতে ভর্তি হন।তৎকালীন সময়ে সরকারি general of public instruction এর সম্পাদক ডা.ওয়াইজ সাহেব কর্তৃক গৃহীত মিল্টনের পরীক্ষায় সাফল্যের উক্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণিতে পদার্পন করে ত্রিশ টাকা 'বয়স্ক বৃত্তি' পান।হিন্দু কলেজের প্রথম শ্রেণিতে পাঠরত অবস্থায় তিনি নিবিড় ভাবে –
রজার বেকনের প্রবন্ধ,শেক্সপীয়রের ম্যাকবেথ,লিয়ার,ওথেলো,হ্যামলেট পাঠ করেন।এছাড়া মহাকবি মিল্টনের প্যারাডাইস লস্ট এর মতো একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ধরে ধরে অধ্যয়ন করেছিলেন।এছাড়া গিবন,মেকলের প্রবন্ধ সাহিত্য এবং স্পেনসর,টমসন,বায়রন প্রমুখ একাধিক কবির কবিতা রাজনারায়ণ বসুর মনে বিশেষ  দাগ কেটেছিল।

শেক্সপীয়র ও মিল্টনের অসামান্য কাব্যিক প্রতিভা তাকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জোগাত।ক্যাপ্টন রিচার্ডসন সাহেব হিন্দু কলেজের প্রিন্সিপাল থাকাকালীন রাজনারায়ণ বসু প্রায় বছর তিনেক তার কাছে শিক্ষালাভ করেন।রিচার্ডসন সাহেবের ইংরেজি সাহিত্যে অসাধারণ পান্ডিত্য ছিল।তিনি নিজেই দৃপ্তকন্ঠে শেক্সপীয়রের রচনা আবৃত্তি করে ছাত্রদের ব্যাখ্যা করে বোঝাতেন।অধ্যাপক রিচার্ডসনের এই উদাত্ত কন্ঠের আবৃত্তি লর্ড মেকলে দ্বারাও উচ্চ প্রশংসিত হয়েছিল।ব্রিটিশ ভারতে বিভিন্ন গুণী শিক্ষকদের পাঠদান পদ্ধতির গভীরতা রাজনারায়ণকে এতটাই প্রাজ্ঞ করে তুলেছিল যে– সেজন্যই পরবর্তীকালে তিনি একজন চির স্মরণীয় রেনেসাঁ পুরুষ ও বিদগ্ধ পণ্ডিত হয়ে  হয়ে উঠতে পেরেছিলেন।তাঁর জীবনচরিত মিলিয়ে দেয় শিক্ষার একাল-সেকালকে।আতশকাঁচের লেন্সে উঠে আসে তৎকালীন শিক্ষার সাপেক্ষে হাল আমলের দৈনদশা।রাজনারায়ণ বসুর শিক্ষাদর্শের আত্ম-চরিত এক বিশেষ কালপ্রেক্ষিতকে সূচিত করে।এই জীবনচরিত পাঠে একালের শিক্ষাপ্রণালীর ফাঁক ফোকরগুলি বড্ড চোখে লাগে।

( সমাপ্ত )

Comments :0

Login to leave a comment