অরিজিৎ মণ্ডল
রাত বারোটা বাজতে চলেছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এখনো আসছেন দলে দলে মানুষ। স্লোগান উঠছে, বিচার যত পিছাবে লড়াই তত বাড়বে। রাস্তায় রাস্তায় চলছে পথ লিখন লেখা হচ্ছে ‘বিচার আর কবে’।
রবিবার রাতে এমনই চেহারা সারা রাজ্যের। আরআরজি কর হাসপাতালের কাছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে আসছেন স্থানীয় বাসিন্দারা অনেক এলাকা থেকে বাসিন্দারা আসছেন ব্যানার নিয়ে। চলছে গান চলছে কবিতা চলছে শ্লোগান।
এখানেই গত চার দিন ধরে টানা অবস্থান মঞ্চে বসে রয়েছে এসএফআই, ডি ওয়াই এফ আই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সামনে কিছুক্ষণ আগেই হয়েছে মানববন্ধন শ্যামবাজার মোড় থেকে মনিন্দ্র কলেজ পর্যন্ত মানববন্ধনে অংশ নিয়েছেন সাংস্কৃতিক কর্মীরাও।
পথ শিশুদের নিয়ে ইলা মিত্র নাইট স্কুল চলছে এই রাত্রেই। শ্যামবাজারের সবটা রয়েছে কয়েক হাজার মানুষের দখলে।
সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর হাসপাতলে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ কোন মামলার শুনানি নির্ধারিত হয়ে আছে। ৫ সেপ্টেম্বরের শুনানি পিছিয়ে গিয়েছিল। বিচারের দাবিতে পথে নামছেন চিকিৎসকরা পথে নামছেন ছাত্ররা পথে নামছেন অসংখ্য মহিলা। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যত তীব্র হচ্ছে ততই বাড়ছে প্রশাসন বিরোধী ক্ষোভ।
শ্যামবাজারে এই রাতে কেউ শঙ্খ বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন, শিশুরা মোমবাতি জ্বালাচ্ছে, স্নিগ্ধজিৎ খোলা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন গান। এমন বহু শিল্পী নাট্যকর্মী বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদের ভাষায় টক ক্ষোভ জানাচ্ছেন।
Comments :0