PERU PROTEST CLASH

প্রতিবাদী-পুলিশ সংঘর্ষে জ্বলছে পেরু

আন্তর্জাতিক

PERU PROTEST

লিমার রাস্তায় খণ্ডযুদ্ধ চলছে। গণতন্ত্র ফেরানোর দাবিতে রাস্তায় মানুষ। উলটোদিক থেকে সমানে টিয়ার গ্যাস, লাঠি পুলিশের। কেবল রাজধানী শহরে নয়, সংঘর্ষের এমনই ছবি পেরুর অন্যত্রও। 

ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি পেড্রো ক্যাস্টিলোকে সরানোর পর গ্রেপ্তারও করা হয়েছে। দক্ষিণপন্থীদের অপছন্দের ক্যাস্টিলোকে জেলে পাঠানোর পর রাষ্ট্রপতি হয়েছে দিনা বোলুয়ার্তে। সেই সঙ্গে গণক্ষোভও রাস্তায় নেমেছে।

বোলুয়ার্তে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ নয়। পুলিশও আক্রান্ত হচ্ছে। শান্ত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। 

রাষ্ট্রপতি শান্তির বার্তা দিলেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে দমনের পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন। গত কয়েকসপ্তাহে সরকারি ভাষ্যেই নিহত ৫৪। আহত অন্তত ৮০০। মুখ্যত প্রতিবাদীদেরই নাম আহত এবং নিহতের তালিকায়। 

শুক্রবারও দেশের বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা অগ্রাহ্য করে প্রতিবাদীরা পথে নামেন। মিছিল চলতে থাকে লিমার মতো বিভিন্ন শহরের রাস্তায়। চলতে থাকে লাঠি, কাঁদানে গ্যাসও।   

Comments :0

Login to leave a comment