FRANCE PROTESTS

অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে ফের শুরু প্রতিবাদ

আন্তর্জাতিক

FRANCE PROTESTS প্রতিবাদীরা পোস্ট করছেন এমন ছবি শোশাল মিডিয়ায়।

ফের ফ্রান্সের শহরে শহরে প্রতিবাদের ঢেউ উঠছে। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর পেনশন প্রকল্পের প্রতিবাদে বিক্ষিপ্ত ধর্মঘটও হচ্ছে। 

প্যারিসের ওরলি বিমানবন্দরে বাতিল হয়েছে এক তৃতীয়াংশ উড়ান। ফ্রান্সের ১০ শতাংশ ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে ধর্মঘটের জেরে, জানাচ্ছে সংবাদমাধ্যম। 

অবসরের বয়স বাড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি ম্যাক্রোঁ। ৬২ থেকে বাড়িয়ে করেছেন ৬৪। আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলি বলেছে, অবসরকালীন সুযোগ সুবিধা কমে যাচ্ছে। বেশি বয়স পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে শ্রমজীবীদের। 

জানুয়ারি থেকেই চলছে পেনশন সংস্কার নীতির বিরুদ্ধে প্রতিবাদ। ফ্রান্সের বিভিন্ন শহরে আড়াইশোর বেশি মিছিল করার লক্ষ্য জানিয়েছে আন্দোলনরত ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন সামাজিক সংগঠন। 

গত এপ্রিলে এই নীতিকে আইন হিসেবে ঘোষণা করা হয়েছে। ম্যাক্রোঁর বক্তব্য, পেনশন প্রকল্পের দায় বহনে সমস্যা আছে। সে কারণে বাড়ানো দরকার অবসরের বয়সকাল। ট্রেড ইউনিয়নের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছে বামপন্থীরা।  

Comments :0

Login to leave a comment