New Jana Ajana

জানা অজানা

ছোটদের বিভাগ

New Jana Ajana

পিরামিড

প্রদীপ কুমার মিত্র

পৃথিবীর সাতটি বিস্ময়ের মধ্যে একটি হল মিশরের চিওপস-এর পিরামিড। এর অন্য নাম গ্রেট পিরামিড। এই পিরামিডটি প্রাচীনতম বৃহত্তম। প্রাচীনকালে মিশরে মোট কতগুলি পিরামিড তৈরি হয়েছিল তা সঠিক বলতে পারা যায় না। কারণ বেশিরভাগ ধ্বংসাবশেষ টুকুই আছে। কালের করালে বা লুন্ঠনকারীদের কবলে পড়ে সব পিরামিডই কিছু না কিছু বিধ্বস্ত। 

যে জায়গায় গ্রেট পিরামিড অবস্থিত তার নাম ছিল গিজা। এই বৃহত্তম পিরামিডটি তৈরি করার জন্য নীল নদের পশ্চিম তীরে অবস্থিত পাহাড় কেটে পাথর সংগ্রহ করা হয়েছিল। নীল নদের ওপর দিয়ে নৌকা বা ভেলা ভাসিয়ে এগুলি আনা হয়েছিল। এরপর একটার পর একটা পাথর গেঁথে এই বৃহত্তম পিরাডিটি তৈরি করা হয়েছিল। আরও অবাক হবার কথা যে ওরা তখন কপিকলের ব্যবহার জানত না এবং ওদের যন্ত্রপতি লোহার তৈরি ছিল না। ছিল ব্রোঞ্জের তৈরি। 

এই বৃহত্তম পিরামিডটি তৈরি করতে সময় লেগেছিল কুড়ি বছর এবং শ্রমিক লেগেছিল এক লক্ষ। পিরামিডের ওপরে সাদা চুনাপাথরের আস্তরণ ছিল। এটির প্রবেশপথ ছিল সাড়ে তিন ফুট চওড়া এবং উচ্চতা ছিল প্রায় চার ফুট। আজও মানুষের পরম বিস্ময় হয়ে রয়েছে এই গ্রেট পিরামিডটি।

 

Comments :0

Login to leave a comment