QUZEE / NATUNPATA — AML KAR / 25 January 2024 ANS.

বলতে পারো / নতুনপাতা — অমল কর — ২৫ জানুয়ারি ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUZEE  NATUNPATA  AML KAR   25 January 2024 ANS

বলতে পারো  

নতুনপাতা  

অমল কর  

২৫ জানুয়ারি ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) মহাকবি মধুসূদন দত্ত'র লেখা শ্রেষ্ঠ মহাকাব্য?
২) ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারেন কে?
৩) পশ্চিমবঙ্গ ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানায় যুক্ত।
৪) ইরানের সংসদের নাম কি?
৫) বিশ্বের দ্রুততম স্থলচর স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
৬) বিশ্বের ৫টি বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম বলো।

সমাধান

১)মেঘনাদ বধ কাব্য। 
২)২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকান ভারতের অধিনায়ক
রোহিত শর্মা_মোট ৩১ টি।
৩) পশ্চিমবঙ্গ ভারতের ৫টি রাজ্যের সীমানার সাথে যুক্ত__আসাম,বিহার,সিকিম, ঝাড়খণ্ড ও ওড়িশার সীমানায়।
৪) "মজলিস" _ইরানের সংসদের নাম ।
৫) বিশ্বের দ্রুততম স্থলচর স্তন্যপায়ী প্রাণী  চিতাবাঘ।
৬)গ্ৰিনল্যান্ড , নিউগিনি , বোর্নিও ,
মাদাগাস্কার ও ব্যাফিন_ বিশ্বের ৫টি বৃহত্তম দ্বীপপুঞ্জ।

Comments :0

Login to leave a comment