RG Kar Protest

বিচার চেয়ে ফের পথে বামপন্থী ছাত্র যুব মহিলারা

জেলা

অপরাধীদের আড়াল করার চক্রান্তের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল।

আরজি কর কান্ডে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সেটিং এবং তিলোত্তমার বিচারকে প্রহসনে পরিনত করার চক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার দিনহাটা শহরে বিক্ষোভ মিছিল করলো বামপন্থী গণসংগঠন সমূহ।
এদিন ব্যাপক সংখ্যক ছাত্র, যুব, মহিলা, শিক্ষক কর্মচারী, শ্রমিক, কৃষকদেরদের নিয়ে দিনহাটা সংহতি ময়দান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় দিনহাটা পাঁচ মাথার মোড়ে। এই বিক্ষোভ মিছিলে কসামিল হয় এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, এবিটিএ, এবিপিটিএ, কর্মচারী সমিতি, আওয়াজ  কৃষক সভা, সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন। 

দিনহাটা শহরে মিছিল।
তিলোত্তমা ধর্ষণ-হত্যা মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে সিবিআই’র ব্যর্থতা এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে সিবিআই-কে রাজ্য সরকারের অনুমতি না দেওয়ার প্রতিবাদে ধূপগুড়ি সদর এরিয়া কমিটির ডাকে মঙ্গলবার সন্ধ্যায় মিছিল ও পথ সভা হয়। সিপিআই(এম) অফিসের সামনে থেকে মিছিল শুরু করে শহরের চৌপথী ট্রাফিক পয়েন্টের পাশে এসে শেষ হয়। এখানে নাথুয়া রোডের মোরে পথ সভা করা হয়।
‘আর জি কর কান্ডের অপরাধীদের আড়াল করার চক্রান্তের প্রতিবাদে সোচ্চার হোন’ স্লোগানকে সামনে রেখে এদিন রাস্তায় নেমে মিছিল করলেন মহিলারা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে বিকেলে প্রতিবাদ মিছিল হয়। হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাসমিচকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। মিছিল থেকে আওয়াজ উঠেছে ‘বিদ্যাসাগরের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’ ও ‘অপরাধীদের ক্ষমা নাই আর জি করের বিচার চাই’। আর জি কর কান্ডে সিবিআই তদন্তের নামে প্রহসন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তৃণমূল ও বিজেপি’র গোপন সমঝোতার রাজনীতি, তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এদিন অবরোধ চলাকালীন স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ছিলেন সংগঠনের দার্জিলিঙ জেলা সভাপতি রত্না চৌবে, সম্পাদিকা মনি থাপা, স্নিগ্ধা হাজরা, তানিয়া দে, মধুমিতা দে, বীনা নন্দী, সুমিতা মজুমদার সহ অন্যান্যরা। হাসমিচকে আধঘন্টা পথ অবরোধকরে বিক্ষোভ দেখানোর পরে ফের মহিলাদের মিছিল হিলকার্ট রোড ধরে অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। 

মিছিল দুর্গাপুরে।

এদিন দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দুর্গাপুর পশ্চিম ২ এরিয়া কমিটির অভ্যন্তরে সিটি সেন্টার সিটি এ্যাথলেটিক ক্লাবের সামনে থেকে সিটি সেন্টার বাস ষ্ট্যাণ্ড পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয়। ছিলেন সিপিআই(এম) নেতা প্রভাস সাঁই, শ্যামা ঘোষ প্রমুখ।

Comments :0

Login to leave a comment