Bangladesh High Commission RSS

বিদেশ সচিবের সফরের পরদিনই বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ে নামছে আরএসএস

জাতীয়

বিদেশ সচিব বিকরম মিসরি যাচ্ছেন ঢাকায়। পরদিনই দূতাবাস ঘেরাওয়ে নামছে বাংলাদেশ।

বিক্ষোভের জন্য বাংলাদেশের দূতাবাসকেই এবার বেছে নিল আরএসএস’র নাগরিক সংগঠন। ১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা করল বিজেপি’র ভিত্তি সংগঠন। 
শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বিদেশ সচিব বিক্রম মিসরি ৯ ডিসেম্বর যাচ্ছেন ঢাকায়। তার ঠিক পরেরদিনই দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি জানিয়েছে আরএসএস।
১০ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করেছেন রজনীশ জিন্দল, যিনি আরএসএস’র প্রচার বিভাগে যুক্ত। 
এর মধ্যে দুই উপদূতাবাস ঘেরাওকে কেন্দ্র করে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়েছে। আগরতলায় হঠাৎ গজিয়ে ওঠা একটি সংগঠনের নাম দিয়ে হিন্দুদের রক্ষা করার স্লোগান তুলে উপদূতাবাসের ভেতরে ঢুকে পড়ে একদল লোক। রাজ্যে আসীন বিজেপি সরকারের পুলিশ দাঁড়িয়ে দেখলেও বাধা দেয়নি বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ। 
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হয়েছে বিক্ষোভ। যার জেরে দুই উপদূতাবাসের দায়িত্বপ্রাপ্ত প্রধান দুই কূটনীতিককে ডেকে পাঠায় ঢাকা। বিদেশ সচিবের সপরেও বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক আগরতলার ঘটনার নিন্দা করেছে আন্তর্জাতিক বিধি অনুযায়ীই। কেননা দূতাবাস বা উপদূতাবাস বিশেষ সুরক্ষার আওতায় থাকে। আক্রান্ত হলে সংশ্লিষ্ট সরকারের ব্যর্থতা হিসেবেই আন্তর্জাতিক স্তরে চিহ্নিত হয়। 
আরএসএস এর আগে দ্বিপাক্ষিক আলোচনার বদলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে কোণঠাসা করার দাবি তুলেছে আরএসএস। বিজেপি রাজনৈতিক স্তরেও ভারত-বাংলাদেশ সম্পর্ক ঘিরে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েই প্রচার চালাচ্ছে। তবে তাতে বাংলাদেশের সংখ্যালঘুরা আদৌ কোনও নিরাপত্তার আশ্বাস পেয়েছেন, এমন দাবি কোনও স্তর থেকেই শোনা যায়নি।   
১০ ডিসেম্বরের কর্মসূচিতে জানানো হয়েছে যে প্রায় ২০০টি সংগঠন একযোগে অংশ নেবে ঘেরাওয়ে। 
শনিবারই ঢাকায় বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকরা একটি মিছিল করেন। সেখানে ‘ভারতের আগ্রাসন রুখে দেওয়ার’ স্লোগান তোলা হয়। আগরতলায় উপদূতাবাসে হামলার ঘটনাকে সামনে রেখে তোলা হয় এই স্লোগান। 
দু’দেশে সম্পর্ক ঘিরে উত্তাপের কারণে ঢাকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনাকে স্বীকার না করার অভিযোগও ঢাকার বিরুদ্ধে তুলেছে দিল্লি। ঢাকার তরফে ভারতীয় সংবাদমাধ্যমে ‘ভুল’ এবং ‘অতিকথন’ চালানোর অভিযোগ তোলা হচ্ছে। দু’দেশের সম্পর্ক ঘিরে তুমুল অবিশ্বাস। এর মধ্যে সরাসরি মাঠে নামছে আরএসএস।

Comments :0

Login to leave a comment