CPI-M Party Congress

কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান রাধাকৃষ্ণণ

জাতীয়

রবিবার সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেসের প্রকাশ্য জনসভার একাংশ।

সিপিআই(এম) কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি রামকৃষ্ণণ। 
সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস থেকে ৬ সদস্যের কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন নির্বাচিত হয়। রামকৃষ্ণণের সঙ্গে রয়েছেন এম বিজয়কুমার, ইউ বাসবরাজু, রবীন দেব, যোগেন্দ্র শর্মা এবং রমা দাস। প্রথম বৈঠকেই তাঁরা রামকৃষ্ণণকে চেয়ারম্যান নির্বাচিত করেন।
পার্টি কংগ্রেস থেকে ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। ৮৪ জনের নাম ঘোষণা হয়েছে। একজনকে পরে নির্বাচিত করা হবে। 
কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত থাকবেন মানিক সরকার, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সুভাষিণী আলি, এস আর পিল্লাই, বিমান বসু এবং হান্নান মোল্লা। 
কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সুদীপ দত্ত, বল সিং, জন ব্রিটাস এবং সুধন্ব দেশপাণ্ডে। 
কেন্দ্রীয় কমিটি ১৮ সদস্যের পলিট ব্যুরো নির্বাচন করেছে। পার্টি সাধারণ সম্পাদকের পদে এম এ বেবির নাম প্রস্তাব করেন মহম্মদ সেলিম। সমর্থন করেন অশোক ধাওয়ালে। প্রতিনিধিদের কাছে তা ঘোষণা করেন পলিট ব্যুরোর অপর সদস্য এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Comments :0

Login to leave a comment