Rahul Gandhi

আর্থিক সমীক্ষা নিয়ে মন্তব্যের জেরে রাহুলকে সমন আদালতের

জাতীয়

লোকসভা ভোটের সময় অর্থনৈতিক সমীক্ষা সংক্রান্ত মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ৭ জানুয়ারি আদালতে হাজিরা দিতে সমন পাঠিয়েছে বরেলির একটি আদালত।
শনিবার জেলা ও দায়রা বিচারক সুধীর কুমার রাহুল গান্ধীকে নোটিশ জারি করেছেন। অল ইন্ডিয়া হিন্দু মহাসঙ্ঘ সংগঠনের সভাপতি পঙ্কজ পাঠকের দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে।
পাঠক প্রথমে আগস্টে বিধায়ক-সাংসদ আদালত বা সিজেএম আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ২৭ আগস্ট সেই আবেদন খারিজ করে দেন আদালত। এরপরে পাঠক দায়রা আদালতে একটি পুনর্বিবেচনার আবেদন করেন, যার ফলে বর্তমান সমন জারি হয়।
পাঠকের আইনজীবী বীরেন্দ্র পাল গুপ্তা বলেন, লোকসভা নির্বাচনের সময় রাহুল গান্ধী বলেছিলেন, ‘‘দুর্বল অংশের সংখ্যা বেশি হওবা সত্ত্বেও তাদের সম্পত্তির শতাংশ খুবই কম। যদি এটি অব্যাহত থাকে তবে বেশি জনসংখ্যার লোকেরা আরও বেশি সম্পত্তি দাবি করতে পারে’’।
গুপ্তার অভিযোগ, রাহুল গান্ধী রাজনৈতিক লাভের জন্য শ্রেণি বিদ্বেষ তৈরি করতেই এই মন্তব্য করে দুর্বল শ্রেণিকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর আরও অভিযোগ, রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের স্বার্থ চরিতার্থ করার জন্য অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করার চেষ্টা করেছেন।

Comments :0

Login to leave a comment