Road accident in Gujarat

গুজরাটে পথদুর্ঘটনা, ৫ পড়ুয়া সহ মৃত ৭

জাতীয়

ছবি প্রতিকী

গুজরাটের জুনাগড়ে পথ দুর্ঘটনায় পাঁচ পড়ুয়া সহ সাত জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় ঘটনাটি ঘটেছে জুনাগড়-সোমনাথ জাতীয় সড়কের ভান্দুরি গ্রামের কাছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে এদিন সকালে পড়ুয়া বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে তারপর অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে হয়।  ৫ পড়ুয়াকে নিয়ে আসা প্রথম গাড়িটি দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। রাস্তার অপর পাশে ছিটকে পড়ে এবং দ্বিতীয় গাড়িতে ধাক্কা মারে সেটিও দ্রুত গতিতে ছিল। সংঘর্ষের জেরে দু'টি গাড়িই পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন ছাত্র ছিল। তাঁরা গাড়ি করে পরীক্ষার জন্য কলেজে যাচ্ছিলেন। তাঁরা একটি গাড়িতে ছিলেন। বাকি দু'জন আরেকটি গাড়ির যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশকে খবর দেওয়া হয়। দুমড়ে যাওয়া গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Comments :0

Login to leave a comment